১০০+ কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৬

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান আধুনিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে কম্পিউটারের মৌলিক ধারণা, যেমন হার্ডওয়্যার ও সফটওয়্যার, ইনপুট ও আউটপুট ডিভাইস, অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে ধারণা অন্তর্ভুক্ত থাকে। এই জ্ঞান মানুষের দৈনন্দিন কাজ সহজ করে এবং পড়াশোনা, অফিস ও ব্যবসায় দক্ষতা বাড়ায়। কম্পিউটার সাধারণ জ্ঞান জানলে তথ্য সংরক্ষণ, যোগাযোগ, অনলাইন নিরাপত্তা এবং ডিজিটাল সেবা ব্যবহার করা সহজ হয়। বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজে কম্পিউটার সম্পর্কে মৌলিক ধারণা থাকা সময়ের সঙ্গে এগিয়ে থাকার জন্য অত্যন্ত জরুরি।

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন

কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি নিয়ে ১০০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিচে প্রশ্ন-উত্তর আকারে সাজিয়ে দেওয়া হলো। যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই তালিকাটি বেশ কাজে আসবে।

কম্পিউটার: প্রাথমিক ও হার্ডওয়্যার

১. কম্পিউটারের জনক কে? – চার্লস ব্যাবেজ।
২. আধুনিক কম্পিউটারের জনক কে? – অ্যালান টিউরিং।
৩. কম্পিউটারের মস্তিস্ক বলা হয় কোন অংশকে? – CPU (Central Processing Unit)।
৪. ইন্টারনেটের জনক কে? – ভিন্ট সার্ফ।
৫. ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ (WWW) এর জনক কে? – টিম বার্নার্স লি।
৬. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি? – ROM (Read Only Memory)।
৭. কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি কোনটি? – RAM (Random Access Memory)।
৮. র‍্যাম (RAM) এর পূর্ণরূপ কী? – Random Access Memory।
৯. রোম (ROM) এর পূর্ণরূপ কী? – Read Only Memory।
১০. CPU এর প্রধান তিনটি অংশ কী কী? – কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং মেমোরি।
১১. কী-বোর্ডের ‘F1’ থেকে ‘F12’ কী গুলোকে কী বলা হয়? – ফাংশন কী।
১২. মাউস কোন ধরনের ডিভাইস? – ইনপুট ডিভাইস।
১৩. প্রিন্টার কোন ধরনের ডিভাইস? – আউটপুট ডিভাইস।
১৪. ওএমআর (OMR) এর পূর্ণরূপ কী? – Optical Mark Reader।
১৫. ল্যান (LAN) এর পূর্ণরূপ কী? – Local Area Network।
১৬. প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী? – ENIAC।
১৭. পৃথিবীর প্রথম সুপার কম্পিউটারের নাম কী? – CDC 6600।
১৮. হার্ডডিস্ক মাপার একক কী? – গিগাবাইট (GB) বা টেরাবাইট (TB)।
১৯. ব্লুটুথ এর নামকরণ করা হয় কার নামে? – ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ।
২০. বিশ্বের প্রথম প্রোগ্রামার কে? – লেডি অ্যাডা লাভলেস।
২১. কিবোর্ডে কতগুলো ফাংশন কী থাকে? – ১২টি।
২২. ইউএসবি (USB) এর পূর্ণরূপ কী? – Universal Serial Bus।
২৩. কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ডকে কী বলা হয়? – মাদারবোর্ড।
২৪. মনিটরের রেজোলিউশন মাপা হয় কী দিয়ে? – পিক্সেল (Pixel)।
২৫. স্ক্যানার কোন ধরনের ডিভাইস? – ইনপুট ডিভাইস।

সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম

২৬. অপারেটিং সিস্টেম কোন ধরনের সফটওয়্যার? – সিস্টেম সফটওয়্যার।
২৭. মাইক্রোসফট উইন্ডোজ প্রথম কত সালে বাজারে আসে? – ১৯৮৫ সালে।
২৮. বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি? – গুগল (Google)।
২৯. লিনাক্স (Linux) কী ধরনের সফটওয়্যার? – ওপেন সোর্স সফটওয়্যার।
৩০. এমএস ওয়ার্ড (MS Word) কোন ধরনের সফটওয়্যার? – ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
৩১. পিডিএফ (PDF) এর পূর্ণরূপ কী? – Portable Document Format।
৩২. বাইনারি পদ্ধতিতে মৌলিক অংক কয়টি? – ২টি (০ এবং ১)।
৩৩. ১ বাইট সমান কত বিট? – ৮ বিট।
৩৪. ১ কিলোবাইট (KB) সমান কত বাইট? – ১০২৪ বাইট।
৩৫. আইসিটি (ICT) এর পূর্ণরূপ কী? – Information and Communication Technology।
৩৬. ইমেইলের উদ্ভাবক কে? – রে টমলিনসন।
৩৭. ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? – মার্ক জাকারবার্গ।
৩৮. গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯৯৮ সালে।
৩৯. ইউটিউব (YouTube) কত সালে শুরু হয়? – ২০০৫ সালে।
৪০. সফটওয়্যার কত প্রকার? – প্রধানত ২ প্রকার (সিস্টেম এবং অ্যাপ্লিকেশন)।
৪১. উইন্ডোজ ১০ কত সালে মুক্তি পায়? – ২০১৫ সালে।
৪২. কম্পিউটারের ভাইরাস কী? – এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম।
৪৩. অ্যান্টিভাইরাস কী? – ভাইরাস ধ্বংসকারী সফটওয়্যার।
৪৪. বিশ্বের প্রথম অ্যান্টিভাইরাস কোনটি? – রিয়েপার (Reaper)।
৪৫. স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ কোনটি? – এমএস এক্সেল (MS Excel)।
৪৬. প্রেজেন্টেশন তৈরির সফটওয়্যার কোনটি? – পাওয়ারপয়েন্ট।
৪৭. কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ‘সি’ (C) এর উদ্ভাবক কে? – ডেনিস রিচি।
৪৮. জাভা (Java) কী? – একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
৪৯. এইচটিএমএল (HTML) এর পূর্ণরূপ কী? – HyperText Markup Language।
৫০. ইউআরএল (URL) বলতে কী বোঝায়? – ইন্টারনেটে কোনো ফাইলের ঠিকানা।

See More  খুব সহজে ভাব সম্প্রসারণ লেখার নিয়ম 2026
ইন্টারনেট ও নেটওয়ার্কিং

৫১. আইপি (IP) অ্যাড্রেস কী? – ইন্টারনেট প্রটোকল বা ইন্টারনেটে কোনো ডিভাইসের পরিচয়।
৫২. ওয়াইফাই (Wi-Fi) এর পূর্ণরূপ কী? – Wireless Fidelity।
৫৩. মডেম (Modem) কী কাজ করে? – তথ্য আদান-প্রদান (মডুলেশন ও ডিমডুলেশন)।
৫৪. ক্লাউড কম্পিউটিং কী? – ইন্টারনেটের মাধ্যমে স্টোরেজ ও সার্ভার সেবা নেওয়া।
৫৫. বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক কোনটি? – ইন্টারনেট।
৫৬. ভিপিএন (VPN) এর পূর্ণরূপ কী? – Virtual Private Network।
৫৭. ফায়ারওয়াল (Firewall) কেন ব্যবহার করা হয়? – অননুমোদিত প্রবেশ ঠেকিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে।
৫৮. ই-কমার্স কী? – ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা।
৫৯. বিপিএস (BPS) এর পূর্ণরূপ কী? – Bits Per Second।
৬০. ডোমেইন নেম কী? – ইন্টারনেটে কোনো ওয়েবসাইটের নাম।
৬১. ডট কম (.com) ডোমেইন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? – বাণিজ্যিক প্রতিষ্ঠানে।
৬২. বিং (Bing) কোন কোম্পানির সার্চ ইঞ্জিন? – মাইক্রোসফট।
৬৩. ওয়াইম্যাক্স (WiMAX) এর পূর্ণরূপ কী? – Worldwide Interoperability for Microwave Access।
৬৪. ব্রাউজার কী? – ইন্টারনেট ব্যবহারের অ্যাপ্লিকেশন (যেমন: ক্রোম, ফায়ারফক্স)।
৬৫. প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? – ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (পরে নেক্সাস)।
৬৬. এইচটিটিপি (HTTP) এর পূর্ণরূপ কী? – HyperText Transfer Protocol।
৬৭. কুকিজ (Cookies) কী? – ব্রাউজিং ডেটা সংরক্ষণের ফাইল।
৬৮. ফাইবার অপটিক ক্যাবল কী দিয়ে তৈরি? – কাঁচের তন্তু।
৬৯. জিপিএস (GPS) এর পূর্ণরূপ কী? – Global Positioning System।
৭০. ইন্টারনেটে চিঠি পাঠানোকে কী বলে? – ইমেইল।
৭১. আইএমইআই (IMEI) নম্বর কোথায় ব্যবহৃত হয়? – মোবাইল ফোনে।
৭২. ৪জি (4G) নেটওয়ার্কের প্রধান সুবিধা কী? – উচ্চগতির ইন্টারনেট।
৭৩. ব্লগ (Blog) কী? – এক ধরনের ব্যক্তিগত অনলাইন ডায়েরি।
৭৪. স্প্যাম (Spam) কী? – অযাচিত বা ক্ষতিকর ইমেইল।
৭৫. সার্চ ইঞ্জিনের কাজ কী? – ইন্টারনেটে তথ্য খুঁজে বের করা।

See More  পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাবসম্প্রসারণ ৯ম, ১০ম শ্রেণি 2026
আধুনিক প্রযুক্তি ও বিবিধ

৭৬. এআই (AI) এর পূর্ণরূপ কী? – Artificial Intelligence (কৃত্রিম বুদ্ধিমত্তা)।
৭৭. চ্যাটজিপিটি (ChatGPT) এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? – OpenAI।
৭৮. রোবটের জনক কে? – আল জাজারি।
৭৯. বিটকয়েন কী? – এক ধরনের ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি।
৮০. ব্লকচেইন প্রযুক্তি কী? – তথ্য সংরক্ষণের নিরাপদ ও বিকেন্দ্রীভূত পদ্ধতি।
৮১. ড্রোন কী? – চালকবিহীন বিমান।
৮২. ভার্চুয়াল রিয়েলিটি (VR) কী? – কম্পিউটারের মাধ্যমে তৈরি কৃত্রিম পরিবেশ।
৮৩. ১ গিগাবাইট সমান কত মেগাবাইট? – ১০২৪ মেগাবাইট।
৮৪. মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? – বিল গেটস ও পল অ্যালেন।
৮৫. অ্যাপল (Apple) কোম্পানির প্রতিষ্ঠাতা কে? – স্টিভ জবস।
৮৬. টু-ফ্যাক্টর অথেন্টিকেশন কেন প্রয়োজন? – অ্যাকাউন্টের বাড়তি নিরাপত্তার জন্য।
৮৭. বায়োমেট্রিক পদ্ধতি কী? – শারীরিক বৈশিষ্ট্য (যেমন আঙুলের ছাপ) দিয়ে পরিচয় নিশ্চিত করা।
৮৮. কিউআর কোড (QR Code) এর পূর্ণরূপ কী? – Quick Response Code।
৮৯. আইটি (IT) এর পূর্ণরূপ কী? – Information Technology।
৯০. বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার কোনটি? – ফ্রন্টিয়ার (যুক্তরাষ্ট্র)।
৯১. পিক্সেল কী? – ছবির ক্ষুদ্রতম একক।
৯২. কিবোর্ডের শর্টকাট ‘Ctrl+C’ কেন ব্যবহার করা হয়? – কপি করার জন্য।
৯৩. ‘Ctrl+V’ কেন ব্যবহার করা হয়? – পেস্ট করার জন্য।
৯৪. ‘Ctrl+Z’ কেন ব্যবহার করা হয়? – আনডু (Undo) করার জন্য।
৯৫. অ্যালেক্সা (Alexa) কার তৈরি এআই অ্যাসিস্ট্যান্ট? – আমাজন।
৯৬. সিডি (CD) এর পূর্ণরূপ কী? – Compact Disc।
৯৭. ডিভিডি (DVD) এর পূর্ণরূপ কী? – Digital Versatile Disc।
৯৮. সাইবার ক্রাইম কী? – ইন্টারনেট ব্যবহার করে অপরাধ করা।
৯৯. ই-বুক কী? – ইলেকট্রনিক বই যা অনলাইনে পড়া যায়।
১০০. ডাটাবেজ (Database) কী? – তথ্য বা উপাত্তের সংগ্রহ।

এই কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আপনাদের খুবই উপকারে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *