আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে আমাদের এই পোস্ট থেকে। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকের আয়োজন আমার পথ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।
আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
১. কাজী নজরুল ইসলাম কিসের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন?
উত্তর: অন্যায় ও শোষণের।
২. বাংলা সাহিত্যের কোন কবি মসজিদের ইমামতি করেছেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৩. নজরুল কিসের দলে যোগ দেন?
উত্তর: লেটোর দলে, ১২ বছর বয়সে।
৪. নজরুল কত খ্রিষ্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন?
উত্তর: ১৯১৭ খ্রিষ্টাব্দে।
৫. নজরুল সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন?
উত্তর: বাঙালি পল্টনে।
৬. নজরুল কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তর: তেতাল্লিশ বছর বয়সে।
৭. নজরুলের কাব্যগ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর: অগ্নি-বীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, ফণি-মনসা, জিঞ্জির, সন্ধ্যা, দোলনচাঁপা, ছায়ানট, চক্রবাক, পুবের হাওয়া, মরুভাস্কর, ঝিঙেফুল ইত্যাদি।
৮. নজরুলের উপন্যাসগুলোর নাম লেখ।
উত্তর: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
৯. কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস কোনটি?
উত্তর: বাঁধনহারা।
১০. বাংলা সাহিত্যে প্রথম পত্রোপন্যাস রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
১১. নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর: ব্যাথার দান, রিক্তের বেদন, শিউলি মালা, পদ্মগোখরা, জিনের বাদশা।
১২. নজরুলের নাটকগুলোর নাম লেখ।
উত্তর: ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা।
১৩. নজরুলের প্রবন্ধগ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর: যুগ-বাণী, দুর্দিনের যাত্রী, রুদ্র-মঙ্গল, রাজবন্দির জবানবন্দি।
১৪. নজরুলের অনুবাদ কাব্যগুলোর নাম লেখ।
উত্তর: রুবাইয়াত-ই-হাফিজ ও রুবাইয়াত-ই-ওমর খৈয়াম।
১৫. নজরুলের গানের সংকলনগুলোর নাম লেখ।
উত্তর: চোখের চাতক, নজরুল গীতি, গানের মালা, নজরুল স্বরলিপি, গীতিশতদল, সুরমুকুর, চন্দ্রবিন্দু ইত্যাদি।
১৬. কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত হওয়া গানের বই?
উত্তর: চন্দ্রবিন্দু।
১৭. নজরুল সম্পাদিত পত্রিকাগুলোর নাম লেখ।
উত্তর: ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ।
১৮. নজরুল কোন সাহিত্য সৃষ্টি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন?
উত্তর: সঞ্চিতা।
১৯. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন সাহিত্যসৃষ্টি নজরুলের নামে উৎসর্গ করেন?
উত্তর: বসন্ত।
২০. কোন রচনার জন্য নজরুলকে কারাভোগ করতে হয়?
উত্তর: আনন্দময়ীর আগমনে (ধূমকেতুর পূজা সংখ্যায় প্রকাশিত হলে গ্রেফতার)।
২১. কত তারিখে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
উত্তর: ১৮ ফেব্রুয়ারি, ১৯৭৬।
২২. কত সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেয়া হয়?
উত্তর: ১৯৭৪ সালে।
২৩. কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলকে ডি. লিট. ডিগ্রি প্রদান করে?
উত্তর: ১৯৭৪ সালে।
২৪. নজরুলের প্রথম প্রকাশিত রচনা কোনটি?
উত্তর: গল্প: বাউন্ডেলের আত্মকাহিনী (সওগাতে প্রকাশিত ১৩২৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে)।
২৫. নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
উত্তর: ব্যথার দান (ফেব্রুয়ারি ১৯২২)।
২৬. নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
উত্তর: মুক্তি (শ্রাবণ ১৩২৬, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা)।
২৭. নজরুলের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: অগ্নি-বীণা (প্রকাশ ১৯২২ খ্রি.)।
২৮. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: অগ্নি-বীণা।
২৯. ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: সাপ্তাহিক বিজলী।
৩০. নজরুলের ‘ধূমকেতু’ পত্রিকায় কার বাণী ছাপা হয় এবং বাণীটি কী?
উত্তর: রবীন্দ্রনাথ; ‘আয় চলে আয়, রে ধূমকেতু/আঁধারে বাধ অগ্নি-সেতু’।
৩১. নজরুলকে জাতীয়ভাবে প্রথম কোথায় এবং কত সালে সংবর্ধনা দেয়া হয়?
উত্তর: ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর, কলকাতার আলবার্ট হল।
৩২. ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিকের কর্ণধার কে?
উত্তর: প্রাবন্ধিক নিজেই।
৩৩. প্রাবন্ধিককে কে পথ দেখাবে?
উত্তর: প্রাবন্ধিকের সত্যই প্রাবন্ধিককে পথ দেখাবে।
৩৪. প্রাবন্ধিক কাকে সালাম ও নমস্কার জানাচ্ছেন?
উত্তর: সত্যকে।
৩৫. প্রাবন্ধিক সত্যকে কী করছেন?
উত্তর: সালাম ও নমস্কার জানাচ্ছেন।
৩৬. প্রাবন্ধিকের কাছে কোন পথ বিপথ?
উত্তর: সত্যের বিরোধী পথ।
৩৭. কী প্রাবন্ধিককে বিপথে নিয়ে যেতে পারবে না?
উত্তর: রাজভয় ও লোকভয়।
৩৮. সত্যকে সত্যি করে চিনলে কী হয়?
উত্তর: বাইরের কোনো ভয় কিছু করতে পারে না।
৩৯. বাইরে কে ভয় পায়?
উত্তর: যার ভিতরে ভয় আছে।
৪০. কে মিথ্যাকে মিছামিছি ভয় করে না?
উত্তর: যে মিথ্যাকে চিনেছে।
৪১. কে মিথ্যাকে ভয় করে?
উত্তর: যার মনে মিথ্যা আছে।
৪২. নিজেকে চিনলে মানুষ আপন সত্য ছাড়া আর কাউকে কী করে না?
উত্তর: কুর্নিশ করে না।
৪৩. আপন সত্য ছাড়া মানুষ আর কাউকে কখন কুর্নিশ করে না?
উত্তর: নিজেকে চিনলে।
৪৪. মানুষের মনে কখন জোর আসে?
উত্তর: যখন সে নিজেকে চিনতে পারে।
৪৫. মানুষকে কখন ভয় দেখিয়ে পদানত রাখা যায় না?
উত্তর: যখন মানুষ নিজেকে চিনতে পারে।
৪৬. প্রাবন্ধিকের গুরু, পথপ্রদর্শক কাণ্ডারি কে?
উত্তর: নিজের সত্য।
৪৭. প্রাবন্ধিকের মতে কোনটা অহংকার নয়?
উত্তর: আপন সত্যকে গুরু, পথপ্রদর্শক কাণ্ডারি ভাবা।
৪৮. কবির মতে মিথ্যা বিনয়ের চেয়ে কোনটি ভালো?
উত্তর: অহংকারের পৌরুষ।
৪৯. অনেক সময় মানুষ বেশি বিনয় দেখাতে গিয়ে কী করে ফেলে?
উত্তর: নিজের সত্যকে অস্বীকার করে ফেলে।
৫০. প্রাবন্ধিকের মতে কোনটি মানুষকে ছোট করে ফেলে?
উত্তর: অতিরিক্ত বিনয়।
৫১. প্রাবন্ধিক নিজেকে কিসের সারথি দাবি করেছেন?
উত্তর: অভিশাপ রথের সারথি।
৫২. কখন নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে?
উত্তর: নিজেকে চিনলে এবং নিজের সত্যকে কর্ণধার হিসেবে মানলে।
৫৩. স্বাবলম্বন বা নিজের উপর অটুট বিশ্বাস রাখতে কে শেখাচ্ছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী।
৫৪. গান্ধীজি আমাদের কী শেখাচ্ছিলেন?
উত্তর: স্বাবলম্বন বা নিজের উপর অটুট বিশ্বাস রাখতে।
৫৫. ‘আমি আছি’ না বলে আমরা কী বলতে লাগলাম?
উত্তর: ‘গান্ধিজী আছেন’।
৫৬. প্রাবন্ধিকের মতে স্বাবলম্বন কী?
উত্তর: নিজের উপর অটুট বিশ্বাস।
৫৭. কী আমাদের নিষ্ক্রিয় করে ফেলে?
উত্তর: পরাবলম্বন।
আমার পথ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
৫৮. প্রাবন্ধিকের মতে সবচেয়ে বড় দাসত্ব কী?
উত্তর: পরাবলম্বন।
৫৯. বাইরের গোলমি থেকে কারা রেহাই পায় না?
উত্তর: অন্তরে যাদের গোলামির ভাব।
৬০. প্রাবন্ধিকের মতে আত্মনির্ভরতা কখন আসে?
উত্তর: আত্মাকে চিনলে।
৬১. প্রাবন্ধিকের মতে আমরা কখন স্বাধীন হবো?
উত্তর: যখন আত্মনির্ভরতা আসবে।
৬২. প্রাবন্ধিকের মতে কোনটি ভণ্ডামি নয়?
উত্তর: নিজের সত্যকে বড় মনে করা।
৬৩. প্রাবন্ধিকের মতে কারা অসাধ্য সাধন করতে পারে?
উত্তর: যাদের নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আছে।
৬৪. প্রাবন্ধিকের মতে কাকে উপড়ে ফেলতে হবে?
উত্তর: যার ভিত্তি পচে গেছে।
৬৫. কী জন্য আগুনের সম্মার্জনা প্রয়োজন?
উত্তর: দেশের শত্রু, মিথ্যা, ভণ্ডামি আর মেকি দূর করতে।
৬৬. দেশের শত্রু দূর করতে কী প্রয়োজন?
উত্তর: আগুনের সম্মার্জনা।
৬৭. কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু কারা?
উত্তর: যাদের মধ্যে মিথ্যার বেসাতি।
৬৮. প্রাবন্ধিক কখনো কাকে প্রশ্রয় দেবে না?
উত্তর: মিথ্যাকে।
৬৯. প্রাবন্ধিকের মতে সত্যকে কীভাবে পাওয়া যায়?
উত্তর: ভুলের মধ্য দিয়ে।
৭০. প্রাবন্ধিকের মতে আগুন কখন নিভে যাবে?
উত্তর: ভুলটাকে ধরে রাখলে।
৭১. প্রাবন্ধিকের মতে সবচেয়ে বড় ধর্ম কী?
উত্তর: মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম।
৭২. প্রাবন্ধিকের পথের অন্যতম উদ্দেশ্য কী?
উত্তর: হিন্দু-মুসলমানের মিলন।
৭৩. ধর্মের বৈষম্য কোথায় হিংসার দুশমনির ভাব আনতে পারে না?
উত্তর: মানুষে মানুষে যেখানে প্রাণের মিল।
৭৪. কে অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না?
উত্তর: নিজের ধর্মের প্রতি যার বিশ্বাস আছে।
৭৫. প্রাবন্ধিক কী লক্ষ্য করে আগুনের ঝাণ্ডা দুলিয়ে পথে বের হয়েছেন?
উত্তর: দেশের জন্য যা মঙ্গলকর বা সত্য তা লক্ষ্য করে।
৭৬. কিসের মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব?
উত্তর: সম্প্রীতির মধ্য দিয়ে।
৭৭. ‘কর্ণধার’ শব্দের অর্থ কী?
উত্তর: নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি।
৭৮. ‘কুর্নিশ’ শব্দের অর্থ কী?
উত্তর: অভিবাদন, সম্মান প্রদর্শন।
৭৯. ‘সম্মার্জনা’ শব্দের অর্থ কী?
উত্তর: মেজে ঘষে পরিষ্কার করা।
৮০. ‘আমার পথ’ প্রবন্ধের শেষ বাক্য কোনটি?
উত্তর: দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম।
৮১. ‘আমার পথ’ প্রবন্ধে কোন ভাষারীতি ব্যবহৃত হয়েছে?
উত্তর: চলিত ভাষারীতি।
৮২. ‘মেকি’ শব্দের অর্থ কী?
উত্তর: মিথ্যা, কপট।
৮৩. ‘আমার পথ’ প্রবন্ধটি কোথা থেকে সংলিত হয়েছে?
উত্তর: রুদ্র-মঙ্গল থেকে।
৮৪. ‘আমার পথ’ প্রবন্ধের প্রথম বাক্য কোনটি?
উত্তর: আমার কর্ণধার আমি।

