বাংলাদেশের প্রথম আইপি কলিং সুবিধা দিয়ে আসছে ব্রিলিয়ান্ট অ্যাপস। শুরু থেকেই তাদের সেবার মান খুবই ভালো থাকাই খুব শীঘ্রই এটির জনপ্রিয়তা বেড়ে যায়। বর্তমানে প্রায় ৫-১০ লাখ ব্যবহারকারী ব্রিলিয়ান্ট অ্যাপস ব্যবহার করছে। গুগল প্লে স্টোরে এটি ১০ লাখ মানুষ ডাউনলোড করেছে। এছাড়াও আপনি ১ সেকেন্ড পালস সহ ৪০ পয়সা প্রতি মিনিট কলের সুবিধা পাবেন।
মোবাইল ডেটা প্ল্যান এবং Wi-Fi সংযোগের মাধ্যমে আপনি বিনামূল্যে এটি ব্যবহার করতে পারবেন। ব্রিলিয়ান্ট অ্যাপস থেকে যেসকল সুবিধা পাবেন এবং কিভাবে ফ্রি মিনিট পাবেন তা আজকে আমি সম্পূর্ণ লেখার মাধ্যমে দেখাব। চলুন তাহলে জেনে নেই_
ব্রিলিয়ান্ট অ্যাপস ডাউনলোড করে ফ্রি মিনিট
- প্রথমেই নিচের লিঙ্ক এ ক্লিক করে প্লে-স্টোর কিংবা আইফোন স্টোর থেকে ব্রিলিয়ান্ট অ্যাপ টি ডাউনলোড করে নিন ।
- এরপর আপনার চালু থাকা নাম্বার দিয়ে ভেরিফাই করুন। আপনার নাম লিখে একাউন্ট ওপেন করুন ।
- অ্যাপসটি এখন আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন উভয় ভার্সনের জন্য পাওয়া যাচ্ছে ।
অ্যাপটি রেজিস্টার করা শেষ হলে এখন ফ্রি মিনিট এবং অফলাইন কল করার জন্য প্রথমে আপনাকে এনআইডি ভেরিফাই করতে হবে নিচের ধাপগুলো অনুসরন করে ভেরইফাই করুন।
প্রথমে <সেটিংস> যাবেন। সেখানে নিচের ছবির মতো দেখতে পাবেন এখান থেকে (NID) সিলেক্ট করুন।

এবার আপনার কাছে থাকা এনআইডি এর প্রথমে সামনের দিকের একটি ছবি তুলুন। এরপর পেছনের দিকের ছবি তুলুন। এবার সাবমিট এ ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করলেই আপনার এনআইডি ভেরিফায় হয়ে যাবে।
কিভাবে ফ্রি মিনিট পাবেন?
এখন এনআইডি ভেরিফায় সম্পন্ন হলে ফ্রি মিনিট পাওয়ার জন্য আবার <সেটিংস> এ চলে যান। এবার সেখান থেকে (Extended Service) সিলেক্ট করুন। এবার নিচের ছবির মতো দেখতে পাবেন।


আপনি এখান থেকে (Apply Promo Code) এ ক্লিক করুন। প্রোমো কোডের স্থানে (WUCMO7) এই কোডটি লিখুন এর সাবমিট করে দিন।
ব্লকড নাম্বারে কল করার উপায় :
আপনি ব্রিলিয়ান্ট কানেক্ট একাউন্ট তৈরি হলে আপনি একটি নতুন নাম্বার পাবেন । যা দেখতে অনেকটা টেলিফোন নাম্বারের মতো । এই নাম্বারটি কে আপনি আপনার নতুন অননেট সিম হিসেবে পাবেন । যেকোন নাম্বারে কল করতে পারবেন, যদি কোন নাম্বার আপনাকে পূর্বে ব্লক করে রাখে সেখানেও কল করতে পারবেন ।
নাম্বার হাইড করে কল করার উপায় :
যেহেতু আপনি একটি নতুন নাম্বার পেয়েছেন, এবং নাম্বারটি দেখতে আমাদের দেশের মতো না। আপনি কাউকে ফোন দিলে রিসিভার আপনার ব্রিলিয়ান্ট নাম্বারটি দেখতে পাবে, আপনার ফোন এ থাকা সিমের নাম্বার বা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেটি দেখতে পাবে না । তাই নিজের নাম্বার হাইড করে কথা বলতে চাইলে এবং সাথেফ্রি কলিং সার্ভিস এর জন্য ব্রিলিয়ান্ট কানেক্ট ডাউনলোড করুন ।
ব্রিলিয়ান্ট কানেক্ট এর অসুবিধা:
অসুবিধা বলা হয়তো ঠিক না, বরং আমরা বলতে পারি এই বিষয়গুলো তে ব্রিলিয়িান্ট কানেক্ট ডেভলপারদের নজর দেওয়া উচিৎ।
- ব্রিলিয়ান্ট ফ্রি কল সার্ভিস শুধুমাত্র তখন ই প্রযোজ্য হবে, যখন রিসিভার অননেট থাকবে
- ব্রিলিয়ান্ট কানেক্ট ব্যবহারকারী ছাড়া কাউকে মেসেজ দিতে পারবেন না ।
- ১ সেকেন্ড পালস সহ ৪০ পয়সা প্রতি মিনিট।
- ফ্রি ২০মিনিট।
- যেকোনো দেশে কল করতে পারবেন।
- দেশের সর্বনিম্ন কল রেট।

