50+ ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2026

আপনারা যারা ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর খুঁজছেন এই পোস্ট আপনাদের জন্য। আমাদের অনেকেই বিভিন্ন সময় ইসলামিক প্রশ্নের প্রতিজগিতা করেছি এই প্রশ্নগুলো দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিজগিতার আয়োজন করা যেতে পারে। যারা ইসলাম সম্পর্কে শিখতে চান তারা এই প্রশ্ন গুলো পড়তে পারেন।

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

১. প্রশ্ন : কোন ব্যক্তিকে আল্লাহ ক্বিয়ামতের দিনের অস্থিরতা ও বিপদ থেকে নিষ্কৃতি দিবেন?
উত্তর : (ক) যে ঋণ পরিশোধে অসমর্থ গ্রহীতাকে অবকাশ দান করে বা তার ঋণ মওকুফ করে।

২. যে আল্লাহর যিকির করে আর যে যিকির করে না উভয়ের উদাহরণ কিসের মত?
উত্তর : মৃত ও জীবন্ত মানুষের মত।

৩. প্রশ্ন : মুফাররিদ বলতে কাদেরকে বুঝানো হয়েছে?
উত্তর : অধিক মাত্রায় আল্লাহকে স্মরণকারী নর-নারী।

৪. প্রশ্ন : আল্লাহ কোন ব্যক্তির রক্ষণাবেক্ষণের দায়ভার গ্রহণ করেন?
উত্তর : যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়।

৫. প্রশ্ন : আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেয়া অন্যত্র কত দিন পাহারা দেয়া অপেক্ষা উত্তম?
উত্তর : এক হাযার দিন।

৬. প্রশ্ন : যে ব্যক্তি আল্লাহর উপর একবার দরূদ পাঠ করেন আল্লাহ্ তার উপর কতটি রহমত (করুণা) অবতীর্ণ করেন?
উত্তর : দশটি।

৭. প্রশ্ন : আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবী (সা.)-এর নিকটে তার স্বামী আবু সুফিয়ান সম্পর্কে কি বলেছিল?
উত্তর : তিনি কৃপণ মানুষ।

৮. প্রশ্ন : গাইরুল্লাহর নামে কসম করা কি?
উত্তর : শিরক ও কুফরী।

৯. প্রশ্ন : কসম খাওয়া যাবে না-
উত্তর : (ক) কাবাঘরের (খ) ফেরেশতার (গ) আমানতের।

১০. ক্বিয়ামতের পূর্বে শিঙ্গায় দু’বার ফুৎকার দেওয়া হবে, যার মধ্যবর্তী ব্যবধান হবে-
উত্তর : ৪০ বছর।

১১. প্রশ্ন : দাজ্জালের কপালে কি লেখা থাকবে?
উত্তর : কা-ফা-রা।

১২. প্রশ্ন : সর্বশ্রেষ্ঠ মুসলিম কারা?
উত্তর : বদর যুদ্ধে অংশগ্রহণকারীরা।

১৩. প্রশ্ন : একজন মুসলিম অপর মুসলিমকে সর্বোচ্চ কতদিন কথাবার্তা বন্ধ রাখতে পারে?
উত্তর : ৩ দিন।

১৪. প্রশ্ন : শয়তান আরব উপদ্বীপে মুসলমানদের উপর কোন কাজে সফল হবে?
উত্তর : উস্কানী দিয়ে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করতে।

১৫. প্রশ্ন : যে মানুষ সৎকাজ করে, আর লোকে তার প্রশংসা করে থাকে, তবে সেটা হবে-
উত্তর : মুমিনের আগাম সুসংবাদ।

See More  ১০০+ আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১৬. প্রশ্ন : রাস্তার হক্ব কী?
উত্তর : (ক) দৃষ্টি সংযত রাখা (খ) সালামের উত্তর দেয়া (গ) সুন্দর কথাবার্তা বলা।

১৭. প্রশ্ন : আল্লাহর রাসূল কাদেরকে অভিশাপ দিয়েছেন?
উত্তর : (ক) পুরুষের বেশ ধারণকারী মহিলা (খ) নারীর বেশ ধারণকারী পুরুষ।

১৮. প্রশ্ন : কোন ধরণের চুল কাটানো নিষিদ্ধ?
উত্তর : কিছু চুল ছেড়ে দেয়া ও কিছু চুল কামানো।

১৯. প্রশ্ন : কোন নারীরা অভিশপ্ত?
উত্তর : (ক) যারা দেহে উল্কি পরে (খ) ভ্রূ প্লাক করে (গ) দাঁতের মাঝে ফাঁক করে।

২০. প্রশ্ন : কোন কর্মটি কুফরীমূলক?
উত্তর : মৃতের জন্য মাতম করা।

২১. প্রশ্ন : যে গণকের কাছে যায় তার কতদিনে ছালাত কবুল হয় না?
উত্তর : ৪০ দিন।

২২. প্রশ্ন : রোগ কি ছোঁয়াচে হয়?
উত্তর : হয় না।

২৩. প্রশ্ন : ক্বিয়ামতের দিন কাদেরকে শাস্তির ঘোষণা দেয়া হয়েছে-
উত্তর : ছবি-মূর্তি অংকনকারী।

২৪. প্রশ্ন : মসজিদের হারানো জিনিস সন্ধানের জন্য ঘোষণা করা কী?
উত্তর : নিষিদ্ধ।

২৫. প্রশ্ন : কোন দু’টি সূরা তাদের তেলাওয়াতকারীদের স্বপক্ষে প্রভুর সাথে বাদানুবাদে লিপ্ত হবে?
উত্তর : সূরা বাক্বারাহ ও আলে ইমরান।

ইসলামিক সাধারণ জ্ঞান

২৬. প্রশ্ন : কুরআনের সবচেয়ে মহত্বপূর্ণ সূরা কোনটি
উত্তর : সূরা ফাতিহা।

২৬. প্রশ্ন : কুরআনের কোন সূরার প্রথম ১০টি আয়াত মুখস্ত করলে দাজ্জালের ফিৎনা থেকে মুক্তি পাওয়া যাবে?
উত্তর : সূরা কাহাফের।

২৮. প্রশ্ন : কোন দো‘আ পাঠ করলে জান্নাতের ৮টি দরজা খুলে দেয়া হয়?
উত্তর : ওযূর দো‘আ।

২৯. প্রশ্ন : পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে সবার চেয়ে উত্তম কোনটি?
উত্তর : ফজরের দু’রাকা‘আত সুন্নাত।

৩০. প্রশ্ন : আরাফার ছিয়ামের ফযীলত কি?
উত্তর : পূর্বের ও পরের এক বছরের গুনাহ মাফ।

৩১. প্রশ্ন : সারা বছর ছিয়াম রাখার সমান কোন আমল?
উত্তর : প্রতি মাসে তিনটি করে ছিয়াম।

৩২. রাসূল (সা.)-এর উপর প্রথম অহি নাযিল হয়েছিল কোন দিন?
উত্তর : সোমবার।

৩৩. প্রশ্ন : আল্লাহ কোন দিন সবচেয়ে বেশী জাহান্নামীকে ক্ষমা করেন?
উত্তর : আরাফার দিন।

৩৪. প্রশ্ন : রাতের অন্ধকারে মসজিদে যাতায়াতকারীদের কিসের সুসংবাদ দেয়া হয়েছে?
উত্তর : পরিপূর্ণ জ্যোতি।

৩৫. প্রশ্ন : কোন ইবাদতের ফযীলত জানা থাকলে মানুষ তাতে অংশগ্রহণের জন্য প্রয়োজনে লটারী করত?
উত্তর : আযান দেওয়া ও মসজিদে প্রথম কাতারে ছালাত আদায় করা।

See More  ১২০+ কষ্ট নিয়ে ইসলামিক উক্তি ও স্ট্যাটাস ২০২৬

৩৬. প্রশ্ন : কোন কাজটি একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট?
উত্তর : কোন মুসলমান ভাইকে তুচ্ছ ভাবা।

৩৭. প্রশ্ন : অহংকারের নিদর্শন কি?
উত্তর : সত্যকে প্রত্যাখান করা ও মানুষকে তুচ্ছ জ্ঞান করা।

৩৮. প্রশ্ন : কিয়ামতের দিন কোন প্রকার লোকের প্রতিবাদী স্বয়ং আল্লাহ নিজেই হবেন?
উত্তর : (ক) যে আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ হ’ল, পরে তা ভঙ্গ করল (খ) যে স্বাধীন মানুষকে বিক্রি করল (গ) যে মজুরকে কাজ করিয়ে মজুরি দিল না।

৩৯. প্রশ্ন : আল্লাহর রাস্তায় কোন ব্যক্তির জিহাদ উপলক্ষ্যে অবস্থান করা নিজ ঘরে কত বছর ছালাত পড়া অপেক্ষা উত্তম?
উত্তর : সত্তর হাযার বছর।

৪০. প্রশ্ন : কোন চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না?
উত্তর : যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে ও আল্লাহর পথে প্রহরায় রত থাকে।

৪১. প্রশ্ন : উমরার জন্য নির্দিষ্ট কোন তারিখ আছে কি না
উত্তর : না উমরার জন্য নির্দিষ্ট কোন তারিখ নেই।

৪২. প্রশ্ন : বিদায় হজ্জের ভাষণ মহানবী (সাঃ) কোথায় দিয়েছিলেন
উত্তরঃ আরাফার ময়দানে।

৪৩. প্রশ্ন : হজ্জ ইসলামের কততম স্তম্ব
উত্তরঃ হজ্জ ইসলামের চতুর্থতম স্তম্ব।

৪৪. প্রশ্ন : হজ্জ কাকে বলে
উত্তরঃ নিদৃষ্ট নিয়মে, নিদিষ্ট সময়ে, কতগুলো কার্যাবলীর মাধ্যমে কা’বা শরীফ ও অন্যান্য নিদিষ্ট স্থান প্রদক্ষিণ করাকে হজ্জ বলে।

৪৫. প্রশ্ন : কোন সূরা তেলাওয়াতের কারণে জনৈক ব্যক্তির মাথার উপর মেঘ ঢেকে নিয়েছিল?
উত্তর : সূরা কাহাফ।

৪৬. প্রশ্ন : কিয়ামতের দিন আল্লাহ্ কোন ব্যক্তির চেহারাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন?
উত্তর : যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে।

৪৭. প্রশ্ন : প্রকৃত মুসলিম কে?
উত্তর : যার মুখ ও হাত হতে অপর মুসলিম নিরাপদে থাকে।

৪৮. প্রশ্নঃ হাজীরা পাথর নিক্ষেপ করে কোথায়
উত্তরঃ জামারাতে।

৪৯. প্রশ্নঃ হজ্জ কত প্রকার ও কি কি
উত্তরঃ হজ্জ তিন প্রকার। যথাঃ ইফরাদ, তামাতু, কিরাণ।

৫০. প্রশ্নঃ আশহুরে হজ্জ বলতে কোন কোন মাসকে বুঝানো হয়
উত্তরঃ শাওয়াল, যিলকাদ, যিলহজ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *