৫০+ আমার পথ MCQ প্রশ্নের উত্তর এইচএসসি ২০২৬

আমার পথ mcq প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে আমাদের এই পোস্ট থেকে, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমার পথ গল্প থেকে বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর নিচে দেওয়া হইয়েছে। কাজী নজরুল ইসলামের ‘আমার পথ’ প্রবন্ধটি তাঁর ‘রুদ্র-মঙ্গল’ গ্রন্থ থেকে সংকলিত। এটি মূলত আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার এক বলিষ্ঠ ঘোষণা।

নজরুল এখানে সেই ‘আমি’র জয়গান গেয়েছেন, যে কোনো ভয় বা পরনির্ভরতাকে স্বীকার করে না। তিনি বলেছেন, “আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য।” তাঁর মতে, সত্যের ওপর নির্ভরতাই মানুষকে সমস্ত ভয়, মিথ্যা ও দাসত্ব থেকে মুক্তি দিতে পারে। লেখকের এই ‘আমি’ সত্তা অহংকার নয়, বরং সত্যকে প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয়।

আমার পথ mcq প্রথম আলো 

১. ‘রাজবন্দির জবানবন্দি’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. প্রবন্ধ ✔️

২. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেছেন?
ক. ১৯৭৪
খ. ১৯৭৫
গ. ১৯৭৬ ✔️
ঘ. ১৯৭৭

৩. কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেছেন?
ক. ঢাকায় ✔️
খ. কলকাতায়
গ. চট্টগ্রামে
ঘ. বর্ধমানে

৪. কে প্রাবন্ধিকের পথ দেখাবে?
ক. সত্য ✔️
খ. গুরু
গ. পথিক
ঘ. নেতা

৫. কে মিথ্যাকে ভয় পায়?
ক. যার মন অস্থির
খ. যার মনে মিথ্যা
গ. যে দ্বিধাগ্রস্ত
ঘ. যে কাপুরুষ ✔️

৬. কোন বাণীর ভরসা নিয়ে প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন?
ক. জয় শঙ্কর
খ. জয় ভোলানাথ
গ. মাভৈঃ ✔️
ঘ. বন্দে মাতরম

৭. প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন কেন?
ক. যে সমাজে পচন ধরেছে তাকে ভেঙে দিতে ✔️
খ. মিথ্যাকে ধ্বংস করতে
গ. তরুণদের উৎসাহিত করতে
ঘ. সত্য ছড়িয়ে দিতে

৮. কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
ক. সত্যনিষ্ঠতা ✔️
খ. ন্যায়পরায়ণতা
গ. অসাম্প্রদায়িক চেতনা
ঘ. নীতিবোধ

৯. কোন ভয়ে প্রাবন্ধিক ভীত নন?
ক. রাজভয়
খ. শত্রুভয়
গ. ভূতের ভয়
ঘ. সমাজের ভয় ✔️

১০. বাইরের ভয় কখন মানুষকে কিছু করতে পারে না?
ক. মিথ্যাকে ধ্বংস করতে পারলে
খ. মিথ্যার সাথে আপোষ করলে
গ. সত্যের পথে অবিচল থাকলে ✔️
ঘ. অন্তরের সত্য চিনলে

১১. কে বাইরে ভয় পায়?
ক. যে মিথ্যাকে প্রশ্রয় দেয়
খ. যার ভেতরে ভয় ✔️
গ. যার আত্মবিশ্বাস নেই
ঘ. যার সাহস কম

১২. কার আর কাউকে চিনতে বাকি থাকে না?
ক. যে সমাজকে চেনে
খ. যে পৃথিবীকে চেনে
গ. যে শত্রুকে চেনে
ঘ. যে নিজেকে চেনে ✔️

১৩. মানুষ কীভাবে নিজ মনের মধ্যে জোর অনুভব করে?
ক. নিজেকে চেনার মাধ্যমে ✔️
খ. পুণ্যের পথ চেনার মাধ্যমে
গ. মনুষ্যত্ববোধ অর্জনের মাধ্যমে
ঘ. অপরের কল্যাণে কাজ করে

১৪. যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে কাকে কুর্নিশ করে?
ক. রাজাকে
খ. আপন অস্তিত্বকে
গ. আপন ব্যক্তিত্বকে
ঘ. আপন সত্যকে ✔️

১৫. কোনটিকে কেউ কেউ ভুল করে অহংকার বলে মনে করে?
ক. নিজেকে সত্যবাদী বলা
খ. নিজেকে শ্রেষ্ঠ জাহির করা
গ. সবসময় সত্য বলা
ঘ. নিজের সত্যকে গুরু মনে করা ✔️

১৬. উদ্দীপকের হেলাল কোনটিকে অস্বীকার করেছে?
ক. ব্যক্তিত্ববোধ
খ. বিবেকবোধ
গ. আত্মসম্মান ✔️
ঘ. আপন সত্য
১৭. কার আর কাউকে চিনতে বাকি থাকে না?

ক. যে তার সমাজকে চেনে
খ. যে গোটা পৃথিবীটাকে চেনে
গ. যে শত্রুকে চেনে
ঘ. যে নিজেকে চেনে ✔️

১৮. মানুষ কীভাবে নিজ মনের মধ্যে জোর অনুভব করে?

ক. নিজেকে চেনার মাধ্যমে ✔️
খ. পুণ্যের পথ চেনার মাধ্যমে
গ. মনুষ্যত্ববোধ অর্জনের মাধ্যমে
ঘ. অপরের কল্যাণসাধনের মাধ্যমে

১৯. যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে কাকে কুর্নিশ করে?

ক. রাজাকে
খ. আপন অস্তিত্বকে
গ. আপন ব্যক্তিত্বকে
ঘ. আপন সত্যকে ✔️

See More  পবিত্র শবে মেরাজের গুরুত্ব ও ফজিলত

২০. কোনটিকে কেউ কেউ ভুল করে অহংকার বলে মনে করে?

ক. নিজেকে সত্যবাদী বলে প্রতিষ্ঠা করা
খ. নিজেকে শ্রেষ্ঠ বলে জাহির করা
গ. সবসময় সত্য কথা বলা
ঘ. নিজের সত্যকে গুরু মনে করা ✔️

২১. উদ্দীপকের হেলাল কোনটিকে অস্বীকার করেছে?

ক. ব্যক্তিত্ববোধ
খ. বিবেকবোধ
গ. আত্মসম্মান ✔️
ঘ. আপন সত্য

২২. মানুষ কীভাবে নিজেকে ছোট করে ফেলে?

ক. খুব বেশি বিনয় দেখাতে গিয়ে
খ. খুব বেশি আনুগত্য প্রকাশ করতে গিয়ে ✔️
গ. খুব বেশি মহত্ত্ব দেখাতে গিয়ে
ঘ. খুব বেশি সহানুভূতি দেখাতে গিয়ে

২৩. কোনটি মানুষের মাথা নিচু করে ফেলে?

ক. খুব বেশি বিনয় প্রকাশ
খ. খুব বেশি অহংকার প্রকাশ
গ. খুব বেশি সহনশীলতা প্রকাশ
ঘ. খুব বেশি নম্রতা প্রকাশ ✔️

২৪. মেয়েলি বিনয়ের চেয়ে কোনটি ভালো?

ক. আত্মঅহংকার
খ. অহংকারের পৌরুষ
গ. বিদ্যার গর্ব
ঘ. সত্যের গৌরব ✔️

২৫. ‘মেয়েলি বিনয়’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. নারীরা যে বিনয় দেখায়
খ. পুরুষের নারীসুলভ আচরণ
গ. নিজ সত্যকে অস্বীকার করা বিনয়
ঘ. নিজ মর্যাদাকে অস্বীকার করা বিনয় ✔️

২৬. কোন ধরনের কথা বলায় অবিনয় থাকে?

ক. মিথ্যা
খ. স্পষ্ট ✔️
গ. অসত্য
ঘ. অস্পষ্ট

27. কার স্পষ্ট কথাটাকে কেউ অহংকার না ভাবে?

ক. মহারথীর
খ. কর্ণধারের ✔️
গ. দিকনির্দেশকের
ঘ. অভিশাপরথের সারথির

২৮. কিসে কষ্ট পাওয়াটা দুর্বলতা?

ক. মিথ্যায় অবিনয় থাকায়
খ. সত্য–মিথ্যার বিরোধে
গ. অস্পষ্ট কথায় অবিনয়
ঘ. স্পষ্ট কথায় অবিনয় ✔️

২৯. কীভাবে নিজের শক্তির ওপর বিশ্বাস আসে?

ক. নিজেকে শ্রেষ্ঠ মনে করলে
খ. নিজেকে বিশ্বাস করলে
গ. নিজেকে জানলে ✔️
ঘ. নিজের মেধা কাজে লাগালে

৩০. কখন নিজের সত্যের ওপর অটুট বিশ্বাস আসে?

ক. সবাইকে ভালোবাসলে
খ. নিজের সত্যকে কর্ণধার মনে জানলে ✔️
গ. কাউকে ভয় না পেলে
ঘ. মানসিক দৃঢ়তা এলে

৩১. কে সবাইকে নিজের ওপর বিশ্বাস করতে শিখাচ্ছিলেন?

ক. নেতাজি
খ. নেহেরু
গ. ইন্দিরা
ঘ. মহাত্মা গান্ধী ✔️

৩২. কারা বাইরের গোলামি থেকে রেহাই পায় না?

ক. যারা কপট
খ. যাদের অন্তরে সত্য নেই ✔️
গ. যাদের মনে গোলামির ভাব
ঘ. যারা অলস

৩৩. আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কীভাবে?

ক. নিজের শক্তিকে জানার মাধ্যমে
খ. নিজের অস্তিত্বকে জানার মাধ্যমে ✔️
গ. নিজের ব্যক্তিত্বকে জানার মাধ্যমে
ঘ. নিজের মনকে জানার মাধ্যমে

৩৪. কোনটি না আসা পর্যন্ত আমরা স্বাধীন হতে পারব না?

ক. অস্ত্র
খ. নেতৃত্ব
গ. বিদেশী সাহায্য
ঘ. আত্মনির্ভরতা ✔️

৩৫. কী লেখকের আগুন নেভাতে পারে?

ক. মন্ত্রসিদ্ধ জল
খ. অহংকারের জল
গ. মিথ্যার জল ✔️
ঘ. অসত্যের জল

৩৬. স্বাধীনতা কীভাবে আসবে?

ক. আত্মমর্যাদাসম্পন্ন হয়ে
খ. আত্মসচেতন হয়ে
গ. সংগ্রামী হয়ে
ঘ. আত্মনির্ভরশীল হয়ে ✔️

৩৭. নিজে নিষ্ক্রিয় থেকে কাকে ভক্তি করলে দেশ উদ্ধার হয় না?

ক. এক অতিমানবকে ✔️
খ. মহাপুরুষকে
গ. জননেতাকে
ঘ. বীর যোদ্ধাকে

৩৮. ভারতবর্ষের পরাধীনতার প্রধান কারণ?

ক. অজ্ঞানতা
খ. অলসতা
গ. স্বার্থপরতা
ঘ. নিস্ক্রিয়তা ✔️

৩৯. “তেত্রিশ কোটি দেবতার দেশ পরাধীন থাকত না”— কোন প্রসঙ্গে?

ক. ভারতবাসীর পরনির্ভরশীলতা ✔️
খ. আত্মপ্রবঞ্চনা
গ. অজ্ঞতা
ঘ. অলসতা

৪০. “তেত্রিশ কোটি দেবতার দেশ” কোন দেশ?

ক. ভারতবর্ষ ✔️
খ. নেপাল
গ. শ্রীলঙ্কা
ঘ. গ্রিস

৪১. কোনটি ভণ্ডামি নয়?

ক. পরিস্থিতিতে মিথ্যা বলা
খ. ইচ্ছা থাকলেও সত্য বলতে না পারা
গ. ক্ষমতাবানের প্রতি আনুগত্য
ঘ. নিজের সত্যকে ভগবান মানা ✔️

৪২. আত্মার দম্ভ মাথা উঁচু করে কোন ভাব আনে?

ক. ডোন্ট কেয়ার
খ. অভিমান
গ. অহংকার
ঘ. গাম্ভীর্য ✔️

৪৩. কারা অসাধ্যকে সাধন করতে পারে?

ক. দম্ভীরা
খ. যাদের মনে বারুনার ভাব আছে ✔️
গ. যাদের মনে শিক্ষার আলো আছে
ঘ. যাদের মনে আলো নেই

See More  ১০০+ কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৬

৪৪. ‘তথাকথিত দম্ভ’ বলতে কী?

ক. ক্ষমতার দম্ভ
খ. অর্থের দম্ভ
গ. আত্মাকে চেনা ✔️
ঘ. সম্পদ জানা

আমার পথ mcq

৪৫. যাদের তথাকথিত দম্ভ আছে তারা কী করতে পারে?

ক. রাজ্য জয়
খ. দেশ রক্ষা
গ. দেশ শাসন
ঘ. অসাধ্য সাধন ✔️

৪৬. প্রাবন্ধিক কীভাবে প্রলয় আনবে?

ক. পচা সমাজ ধ্বংস করে
খ. পুরাতনকে ধ্বংস করে
গ. মিথ্যা ধ্বংস করে
ঘ. সব অসুন্দর ধ্বংস করে ✔️

৪৭. কোনটির জন্য ধুমকেতুর সারথী দায়ী নয়?

ক. প্রলয়
খ. যুদ্ধ
গ. সৃষ্টি ✔️
ঘ. অশান্তি

৪৮. পচনের সাক্ষ্য কী?

ক. মিথ্যাচার
খ. ছলচাতুরী
গ. কপটতা
ঘ. গোলামি ✔️

৪৯. নতুন জাতি গড়া যাবে কীভাবে?

ক. জ্ঞানের আলো ছড়িয়ে
খ. পচা সমাজ ধ্বংস করে
গ. বিকৃত জাতি ধ্বংস করে
ঘ. সুস্থ মানসিকতার জাতি গড়ে ✔️

৫০. পচা সমাজ উপড়ে ফেলতে হবে কেন?

ক. মানুষের শান্তির জন্য
খ. নতুন সমাজ গড়তে ✔️
গ. নতুন প্রজন্মের ভালো জন্য
ঘ. সবার মঙ্গলের জন্য

৫১. ধুমকেতু প্রলয় আনতে না পারলে কী বেশি আনবে?

ক. শান্তি
খ. অশান্তি
গ. কল্যাণ ✔️
ঘ. মঙ্গল

৫২. কাদের দূর করতে আগুনের সম্মার্জনা প্রয়োজন?

ক. দেশের শত্রু
খ. দেশদ্রোহী
গ. কপটচারী ✔️
ঘ. দুষ্ট লোক

৫৩. লেখক কীভাবে নতুন দেশ গড়বেন?

ক. সত্য প্রতিষ্ঠা করে
খ. মিথ্যা–ভণ্ডামি–মেকি দূর করে ✔️
গ. বিভেদ দূর করে
ঘ. মানুষ সচেতন করে

৫৪. মিথ্যা দূর করতে কী প্রয়োজন?

ক. আগুনের সম্মার্জনা ✔️
খ. হরমূর্তি
গ. রণচণ্ডী
ঘ. প্রলয়ের বাঁশি

৫৫. নিখিলের কোনটি নেই?

ক. প্রশংসা পাওয়ার লোভ ✔️
খ. ন্যায়নিষ্ঠা
গ. সত্যনিষ্ঠা
ঘ. সততা

৫৬. প্রাবন্ধিক কোন লোভ করবেন না?

ক. ভণ্ডামি করে শ্রদ্ধা পাওয়ার
খ. অর্থের
গ. গুটি কয়েক মানুষের প্রশংসার ✔️
ঘ. নিজেকে বড় প্রমাণের

৫৭. কোন ভুল করলে প্রাবন্ধিক কী করবে?

ক. সংশোধন করবে ✔️
খ. স্বীকার করবে
গ. আর কখনও করবে না
ঘ. সবাইকে জানাবে

৫৮. কোন ধর্ম সবচেয়ে বড়?

ক. মানুষের ধর্ম ✔️
খ. প্রকৃতির
গ. জীবজগতের
ঘ. প্রাণিজগতের

৫৯. প্রাবন্ধিকের মূল উদ্দেশ্য?

ক. ন্যায় প্রতিষ্ঠা
খ. বিভেদ দূর করা
গ. হিন্দু–মুসলমান মিলন
ঘ. সমাজে সাম্য প্রতিষ্ঠা ✔️

৬০. কোথায় হিংসা আসে না?

ক. ধর্মের মিল
খ. কর্মের মিল
গ. বর্ণের মিল
ঘ. প্রাণের মিল ✔️

৬১. কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ক. নিজের ধর্মে বিশ্বাসী
খ. মানবধর্মে বিশ্বাসী ✔️
গ. প্রাণীপ্রেমী
ঘ. সত্যপ্রেমী

৬২. হিন্দু–মুসলমানের কী দেখিয়ে গলদ দূর করতে চান?

ক. মতের বিরোধ
খ. বিশ্বাসের পার্থক্য
গ. মিলনের অন্তরায় ✔️
ঘ. ঝগড়ার কারণ

৬৩. প্রাবন্ধিক কোন লক্ষ্য নিয়ে পথে বের হলেন?

ক. দেশের মঙ্গল ✔️
খ. স্বাধীনতার জন্য
গ. মানুষের মুক্তির জন্য
ঘ. কুসংস্কার ধ্বংসের শক্তি

৬৪. প্রাবন্ধিক কী করতে চান না?

ক. না বুঝে বোঝার ভণ্ডামি
খ. না বুঝে বোঝার অভিনয় ✔️
গ. বুঝে না বোঝার ভণ্ডামি
ঘ. বুঝে না বোঝার অভিনয়

৬৫. তিনি কী ঝুলিয়ে পথে বের হলেন?

ক. ফুলের মালা
খ. আগুনের ঝান্ডা ✔️
গ. আগুনের অস্ত্র
ঘ. বিষের বাঁশি

৬৬. নেতৃত্ব দিতে পারে এমন ব্যক্তিকে কী বলে?

ক. কর্ণধার ✔️
খ. যোগ্য ব্যক্তি
গ. প্রধানমন্ত্রী
ঘ. শীর্ষ ব্যক্তি

৬৭. সকল অন্যায়ের সামনে নজরুল কী হয়েছেন?

ক. যোদ্ধা
খ. প্রতিশোধক
গ. প্রতিবাদী ✔️
ঘ. অভিশাপ

৬৮. ‘মেকি’ শব্দের অর্থ?

ক. অসমান
খ. অসরল
গ. মিথ্যা / কপট ✔️
ঘ. ছলনা

৬৯. আগুনের ঝান্ডা কী?

ক. অগ্নিকাণ্ড
খ. আগ্নেয়গিরি
গ. অগ্নিদেবতা
ঘ. অগ্নিপতাকা ✔️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *