৪০+ প্রবাস বন্ধু গল্পের MCQ প্রশ্নের উত্তর ২০২৬

প্রবাস বন্ধু গল্পের MCQ গুরুত্বপূর্ণ উত্তর গুলো তোমাদের জন্য নিচে শেয়ার করলাম। সৈয়দ মুজতবা আলী রচিত ‘প্রবাস বন্ধু’ একটি ভ্রমণ কাহিনিভিত্তিক রম্যরচনা। লেখকের আফগানিস্তানে কাটানো প্রবাস জীবনের অভিজ্ঞতাই এর মূল উপজীব্য। গল্পটি প্রধানত আব্দুর রহমান নামে এক অতিসরল ও বিশ্বস্ত আফগান ভৃত্যের চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আব্দুর রহমানের আন্তরিকতা, অদ্ভুত রন্ধনশৈলী এবং অতিথিপরায়ণতা এই সবের মধ্য দিয়ে লেখক আফগানিস্তানের গ্রামীণ জীবনের এক মনোগ্রাহী চিত্র তুলে ধরেছেন। এটি হাস্যরস ও মানবিক আবেদন মিশিয়ে লেখা এক চমৎকার গল্প।

প্রবাস বন্ধু গল্পের MCQ উত্তর  

১. কাবুল থেকে আড়াই মাইল দূরের গ্রামের নাম কী?

ক. খাজামোল্লা
খ. পানশির
গ. হরফনমোপ্লা
ঘ. ওরভেয়া
উত্তর: খাজামোল্লা ✔️

২. ‘হরফন-মৌলা’ কাকে বলে?

ক. সকল কাজ করতে পারে যে
খ. রান্না করতে পারে যে
গ. মারামারি করতে পারে যে
ঘ. সব সময় ঝগড়া করে যে
উত্তর: সকল কাজ করতে পারে যে ✔️

৩. ‘ভাগ্য’ অর্থ কী?

ক. তাগাদা
খ. শক্তি
গ. দ্রুততা
ঘ. পুনরায়
উত্তর: তাগাদা ✔️

৪. ‘তম্বী’ শব্দের অর্থ কী?

ক. বড় দেহ
খ. ক্ষীণ দেহ
গ. তিরষ্কার
ঘ. পুনরায়
উত্তর: ক্ষীণ দেহ ✔️

৫. আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন?

ক. আচরণের জন্য
খ. শারীরিক গঠনের জন্য
গ. বেশি রান্নার জন্য
ঘ. বেশি খাওয়ার জন্য
উত্তর: শারীরিক গঠনের জন্য ✔️

৬. ‘পঞ্চতন্ত্র’ কার রচনা?

ক. সৈয়দ মুজতবা আলী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী
ঘ. কাজী মোতাহার হোসেন
উত্তর: প্রমথ চৌধুরী ✔️

৭. সৈয়দ মুজতবা আলী কোথায় মারা যান?

ক. কলকাতায়
খ. আসামে
গ. আসানসোলে
ঘ. ঢাকায়
উত্তর: ঢাকায় ✔️

৮. জিরার কে?

ক. লেখক
খ. ব্যবসায়ী
গ. মন্ত্রী
ঘ. অধ্যক্ষ
উত্তর: অধ্যক্ষ ✔️

৯. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে ফরাসি জাতের লোক কে?

ক. আবদুর রহমান
খ. অধ্যক্ষ জিরার
গ. লেখকের চাকর
ঘ. কাবুলের মন্ত্রী
উত্তর: অধ্যক্ষ জিরার ✔️

১০. বিকেলে দেখা হবে বলে কে চলে গেলেন?

ক. আবদুর রহমান
খ. অধ্যক্ষ জিরার
গ. মুজতবা আলী
ঘ. আমীর আলী
উত্তর: অধ্যক্ষ জিরার ✔️

১১. কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন?

ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তর: দুই ✔️

See More  শীতের সকাল অনুচ্ছেদ ক্লাস ৭, ক্লাস ৮, ক্লাস ৯ এবং এসএসসি

১২. লেখকের দেখা দুটি নরদানবের একজন কে?

ক. জিরার
খ. লেখকের গৃহভৃত্য
গ. লেখকের বন্ধু
ঘ. লেখকের বাড়িওয়ালা
উত্তর: লেখকের গৃহভৃত্য ✔️

১৩. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে নরদানবের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?

ক. জিরারের
খ. আবদুর রহমানের
গ. মুজতবা আলীর
ঘ. খাজামোল্লার
উত্তর: আবদুর রহমানের ✔️

১৪. আবদুর রহমান উচ্চতায় কত ফুট?

ক. চার ফুট
খ. পাঁচ ফুট
গ. ছয় ফুট
ঘ. সাত ফুট
উত্তর: ছয় ফুট ✔️

১৫. রুজ কী?

ক. গাল রাঙানোর প্রসাধনী
খ. চোখে মাখার প্রসাধনী
গ. গায়ে মাখার প্রসাধনী
ঘ. ঠোঁট রাঙানোর প্রসাধনী
উত্তর: গাল রাঙানোর প্রসাধনী ✔️

১৬. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল?

ক. ঝগড়া করেছিল
খ. নিচের দিকে তাকিয়েছিল
গ. পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত
ঘ. অলসভাবে বসে থাকতে
উত্তর: নিচের দিকে তাকিয়েছিল ✔️

১৭. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল?

ক. ঝগড়া করেছিল
খ. নিচের দিকে তাকিয়েছিল
গ. পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত
ঘ. অলসভাবে বসে থাকতে
উত্তর: নিচের দিকে তাকিয়েছিল ✔️

১৮. ‘গুরুজনদের দিকে তাকাতে নেই’ এটি যে ব্যক্তি মানবে তার মধ্যে কী রয়েছে?

ক. কুসংস্কার
খ. ভয়
গ. আশঙ্কা
ঘ. সংস্কার
উত্তর: কুসংস্কার ✔️

১৯. কোন পাহাড় থেকে বরফ আনা হয়?

ক. কাবুল পাহাড়
খ. খাইবার পাহাড়
গ. পাগমানের পাহাড়
ঘ. দার্জিলিংয়ের পাহাড়
উত্তর: পাগমানের পাহাড় ✔️

২০. কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয়?

ক. গ্রীষ্মকালে
খ. শীতকালে
গ. বসন্তকালে
ঘ. শরৎকালে
উত্তর: শীতকালে ✔️

২১. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন প্রাণীর কথা বলা হয়েছে?

ক. খচ্চর
খ. গরু
গ. গাধা
ঘ. ঘোড়া
উত্তর: গাধা ✔️

২২. আবদুর রহমানের বোঝাটি কেমন ছিল?

ক. পর্বতের মতো উঁচু
খ. পর্বতের মতো এবড়ো-থেবড়ো
গ. পর্বতের মতো শক্ত
ঘ. পর্বতের মতো উঁচু-নিচু
উত্তর: পর্বতের মতো এবড়ো-থেবড়ো ✔️

২৩. আবদুর রহমানের বোঝাটা কিসের থলে ছিল?

ক. দড়ির
খ. পলিথিনের
গ. জালের
ঘ. কাপড়ের
উত্তর: দড়ির ✔️

২৪. ‘টাঙা’ কী?

ক. চাঁদোয়া
খ. মশারি
গ. কাঠের বাড়ি
ঘ. দুই চাকার গাড়ি
উত্তর: দুই চাকার গাড়ি ✔️

See More  2026 সালের ৭ম শ্রেণির বই PDF ডিজিটাল ফাইল || Class 7 Book PDF 2026

২৫. গামলা ভর্তি কিসের মাংস ছিল?

ক. গরু
খ. মুরগি
গ. খাসি
ঘ. দুম্বা
উত্তর: দুম্বা ✔️

২৬. মাংসের গামলার মধ্যে লুকোচুরি খেলছিল কী?

ক. আলু
খ. কিশমিশ
গ. মসলা
ঘ. পেঁয়াজ
উত্তর: কিশমিশ ✔️

২৭. কোফতা-পোলায়ের ওপর আস্ত কিসের রোস্ট?

ক. দুম্বার
খ. খাসির
গ. মুরগির
ঘ. হরিণের
উত্তর: মুরগির ✔️

২৮. “অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর”— এটি কী?

ক. প্রবাদ
খ. প্রবচন
গ. খনার বচন
ঘ. ছড়াকথা
উত্তর: প্রবাদ ✔️

২৯. পান্তুয়া কিসের সঙ্গে তুলনীয়?

ক. আবদুর রহমানের চোখ
খ. আবদুর রহমানের মাথা
গ. আবদুর রহমানের আঙুল
ঘ. আবদুর রহমানের বুক
উত্তর: আবদুর রহমানের চোখ ✔️

৩০. আবদুর রহমান কার মতো রান্না করবে বলে লেখকের মনে হয়?

ক. ভীম সেন
খ. লক্ষণ সেন
গ. বল্লাল সেন
ঘ. অমল সেন
উত্তর: ভীম সেন ✔️

প্রশ্ন ৩১। মেয়েরা আচারের জন্য কাগজি লেবু কোথায় ঘষে?

উত্তর : মেয়েরা আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষে ।

প্রশ্ন ৩২। কাবুলিরা কয় পেয়ালা চা খায়?

উত্তর : কাবুলিরা ছয় পেয়ালা চা খায়।

প্রশ্ন ৩৩। কাবুলের হাওয়া কিসের মতাে?

উত্তর : কাবুলের হাওয়া আতশবাজির হল্কার মতাে।

প্রশ্ন ৩৪। কোথায় আস্ত দুম্বা খেয়ে পানি খেলে আবার ক্ষিধে লাগে?

উত্তর : পানশিরে আস্ত দুম্বা খেয়ে পানি খেলে আবার ক্ষিধে লাগে।

প্রশ্ন ৩৫। তাজি ঘােড়াকে হার মানিয়ে কী ছুটে চলে?

উত্তর : তাজি ঘােড়াকে হার মানিয়ে বরফের গুঁড়াে ছুটে চলে।

প্রশ্ন ৩৬। কোথায় বরফের পাজা কম্বলের মতাে ওম দেয়?

উত্তর : পানশিরে বরফের পাজা কম্বলের মতাে ওম দেয়।

প্রশ্ন ৩৭। কোথায় এক দম নিলে এক বছর আয়ু বাড়ে?

উত্তর : পানশিরে এক দম নিলে এক বছর আয়ু বাড়ে।

প্রশ্ন ৩৮। লেখক শীতকাল কোথায় কাটাবেন বলেছেন?

উত্তর : লেখক শীতকাল পানশিরে কাটাবেন বলেছেন।

প্রশ্ন ৩৯। ‘ও রভােয়া’ অর্থ কী?

উত্তর : ‘ও রভােয়া’ অর্থ আবার দেখা হবে।

প্রশ্ন ৪০। হরফন-মৌলা’ অর্থ কী?

উত্তর : ‘হরফন-মৌলা’ অর্থ সকল কাজের কাজি ।

প্রশ্ন ৪১। ‘প্রবাস বন্ধু’ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত?

উত্তর : ‘প্রবাস বন্ধু’ গল্পটি লেখকের ‘দেশে বিদেশে’ গ্ৰন্থ থেকে গৃহীত ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *