নেকলেস গল্পের MCQ প্রশ্নের উত্তর দেওয়ার আগে গল্প সম্পর্কে জেনে নেওয়া যাক। মাদাম লোয়াজেল তার সাধারণ জীবনকে ঘৃণা করত এবং বিলাসী জীবনের আকাঙ্ক্ষা করত। এক পার্টিতে যাওয়ার জন্য সে ধনী বন্ধুর কাছ থেকে একটি নকল হীরার নেকলেস ধার করে সেটি হারিয়ে ফেলে। নেকলেসটি আসল মনে করে লোয়াজেল দম্পতি জীবনের সব সঞ্চয় ও দশ বছরের কঠোর পরিশ্রম দিয়ে তার ক্ষতিপূরণ করে। শেষ পর্যন্ত সে জানতে পারে, নেকলেসটি ছিল মূল্যহীন নকল। গল্পটি মিথ্যা আভিজাত্যের মোহের করুণ পরিণতি দেখায়।
নেকলেস গল্পের MCQ প্রশ্নের উত্তর
১। ‘নেকলেস’ গল্পটি কে লিখেছেন?
ক) গুস্তাভ দ্য মোপাসাঁ
খ) গী দ্য মোপাসাঁ
গ) ভিক্টর হুগো
ঘ) আলেক্সাঁদ্র দ্যুমা
উত্তর: খ) গী দ্য মোপাসাঁ
২। গী দ্য মোপাসাঁ ১৮৫০ খ্রিষ্টাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক) ৫ই জুন
খ) ৫ই মে
গ) ৫ই আগস্ট
ঘ) ৫ই জুলাই
উত্তর: গ) ৫ই আগস্ট
৩। গী দ্য মোপাসাঁ ফ্রান্সের কোন শহরে জন্মগ্রহণ করেন?
ক) নর্মান্ডি
খ) নান্টেস
গ) প্যারিস
ঘ) স্টার্সবার্গ
উত্তর: ক) নর্মান্ডি
৪। পূর্ণেন্দু দস্তিদার কার নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নিয়েছিলেন?
ক) প্রীতিলতার
খ) মাস্টার দা সূর্যসেনের
গ) বিনোদবিহারির
ঘ) অনির্বান বড়ুয়ার
উত্তর: খ) মাস্টার দা সূর্যসেনের
৫। কোনটি পূর্ণেন্দু দস্তিদারের প্রকাশিত গ্রন্থ?
ক) নেকড়ে অরণ্য
খ) সমুদ্রের স্বাদ
গ) কবিয়াল রমেশ শীল
ঘ) সংকর সংকীর্তন
উত্তর: গ) কবিয়াল রমেশ শীল
৬। কোনটি পূর্ণেন্দু দস্তিদারের অনুবাদ গ্রন্থ?
ক) ভুলতা
খ) শেখভের গল্প
গ) সংকর সংকীর্তন
ঘ) কবিয়াল রমেশ শীল
উত্তর: খ) শেখভের গল্প
৭। পূর্ণেন্দু দস্তিদার জীবনের সর্বশেষ সফরে ভারত যাচ্ছিলেন কেন?
ক) চিকিৎসার জন্য
খ) মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য
গ) আত্মীয়ের সাথে দেখা করতে
ঘ) রাষ্ট্রীয় সফরে
উত্তর: খ) মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য
৮। মাদাম লোইসেলের পিতা পেশায় কী ছিলেন?
ক) হকার
খ) শিক্ষক
গ) কেরানি
ঘ) আইনজীবী
উত্তর: গ) কেরানি
৯। মাদাম লোইসেল তার শ্রেণির অন্যতম হিসেবে কেমন ছিল?
ক) রাগী
খ) বঞ্চিত
গ) কৃপণ
ঘ) অসুখী
উত্তর: ঘ) অসুখী
১০। মাদাম লোইসেলের স্বামী পেশায় কী ছিলেন?
ক) আইনজীবী
খ) শিক্ষা পরিষদ অফিসের কেরানি
গ) রাজকর্মচারী
ঘ) ব্যবসায়ী
উত্তর: খ) শিক্ষা পরিষদ অফিসের কেরানি
১১। পূর্ণেন্দু দস্তিদারের মাতার নাম কী?
ক) কুমুদিনী দস্তিদার
খ) বিনোদিনী দস্তিদার
গ) কুসুমকুমারী দস্তিদার
ঘ) রাজমোহিনী দস্তিদার
উত্তর: ক) কুমুদিনী দস্তিদার
১২। পূর্ণেন্দু দস্তিদারের পিতার নাম কী?
ক) চন্দ্রনাথ দস্তিদার
খ) বিমল দস্তিদার
গ) সুবিমল দস্তিদার
ঘ) চন্দ্রকুমার দস্তিদার
উত্তর: ঘ) চন্দ্রকুমার দস্তিদার
১৩। পূর্ণেন্দু দস্তিদার পেশাগত জীবনে কী ছিলেন?
ক) ব্যবসায়ী
খ) আইনজীবী
গ) অধ্যাপক
ঘ) প্রকৌশলী
উত্তর: খ) আইনজীবী
১৪। লেখক হিসেবে পূর্ণেন্দু দস্তিদারের খ্যাতি কেমন ছিল?
ক) সমাজ সচেতন লেখক
খ) সমাজ উন্নয়ন লেখক
গ) সমাজ প্রগতিশীল লেখক
ঘ) সমাজ ভাবুক লেখক
উত্তর: ঘ) সমাজ ভাবুক লেখক
১৫। পূর্ণেন্দু দস্তিদার ১৯৭১ খ্রিষ্টাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক) ৯ই মার্চ
খ) ৯ই জুন
গ) ৯ই মে
ঘ) ৫ই আগস্ট
উত্তর: গ) ৯ই মে
১৬। কোথায় যাওয়ার পথে পূর্ণেন্দু দস্তিদার মৃত্যুবরণ করেন?
ক) মায়ানমার
খ) মালয়েশিয়া
গ) ভারত
ঘ) পাকিস্তান
উত্তর: ক) মায়ানমার
১৭। কোন বিদ্রোহে অংশ নেয়ার কারণে পূর্ণেন্দু দস্তিদার কারাবরণ করেছিলেন?
ক) কারাবিদ্রোহ
খ) চাকমা বিদ্রোহ
গ) চট্টগ্রাম যুব বিদ্রোহ
ঘ) নোয়াখালী বিদ্রোহ
উত্তর: গ) চট্টগ্রাম যুব বিদ্রোহ
১৮। কত সালে গী দ্য মোপাসাঁ নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন?
ক) ১৮৫৩ সালে
খ) ১৮৫৭ সালে
গ) ১৮৬৩ সালে
ঘ) ১৮৬৭ সালে
উত্তর: ঘ) ১৮৬৭ সালে
১৯। মাদাম লোইসেল দারিদ্র্যের ভয়াবহতা বুঝতে পারে কীভাবে?
ক) স্বামী চাকরি হারালে
খ) দুঃখজনক দেনার কারণে
গ) পিতা চাকরি হারালে
ঘ) পিতার মৃত্যুর কারণে
উত্তর: খ) দুঃখজনক দেনার কারণে
২০। নেকলেস গল্প অনুযায়ী নিয়তির ভুলে কেরানির পরিবারে কার জন্ম?
ক) মি. লোইসেলের
খ) মাদাম ফোরস্টিয়ারের
গ) কেরানি
ঘ) মাদাম লোইসেলের
উত্তর: ঘ) মাদাম লোইসেলের
২১। ‘সর্বদা তার মনে দুঃখ।’ কার দুঃখ?
ক) মি. লোইসেলের
খ) মাদাম লোইসেলের
গ) ব্রেটনের
ঘ) ফোরস্টিয়ারের
উত্তর: খ) মাদাম লোইসেলের
২২। মাদাম লোইসেলের কাছে কোনগুলো প্রিয় ছিল?
ক) ফ্রক, জড়োয়া গহনা
খ) সুরুয়ার পাত্র, জড়োয়া গহনা
গ) ফ্রক, রুপার গহনা
ঘ) আরামকেদারা, ফ্রক
উত্তর: ক) ফ্রক, জড়োয়া গহনা
২৩। সহপাঠিনীর অবস্থা কেমন ছিল?
ক) দরিদ্র
খ) মধ্যবিত্ত
গ) ধনী
ঘ) নিম্ন মধ্যবিত্ত
উত্তর: গ) ধনী
২৪। এক সন্ধ্যায় মি. লোইসেল কী হাতে ঘরে ফিরল?
ক) খাম
খ) ফুল
গ) গহনা
ঘ) পোশাক
উত্তর: ক) খাম
২৫। খামে কী ছিল?
ক) আমন্ত্রণলিপি
খ) প্রমোশনপত্র
গ) বিজ্ঞাপন
ঘ) দরখাস্ত
উত্তর: ক) আমন্ত্রণলিপি
২৬। আমন্ত্রণটি কে করেছিল?
ক) অর্থমন্ত্রী
খ) কৃষিমন্ত্রী
গ) সংস্কৃতিমন্ত্রী
ঘ) জনশিক্ষামন্ত্রী
উত্তর: ঘ) জনশিক্ষামন্ত্রী
২৭। আমন্ত্রণ কবে ছিল?
ক) ১৮ই জানুয়ারি
খ) ১৮ই ফেব্রুয়ারি
গ) ১৮ই মার্চ
ঘ) ১৮ই এপ্রিল
উত্তর: ক) ১৮ই জানুয়ারি
২৮। মোপাসাঁর সাহিত্যজীবনে কার অভিভাবকসুলভ ভূমিকা ছিল?
ক) দ্যুমা
খ) হুগো
গ) গুস্তাভ ফ্লবেয়ার
ঘ) ব্রেটন
উত্তর: গ) গুস্তাভ ফ্লবেয়ার
২৯। মোপাসাঁর সাহিত্য জীবন শুরু কোন রচনার মাধ্যমে?
ক) কবিতা
খ) উপন্যাস
গ) গল্প
ঘ) নাটক
উত্তর: ক) কবিতা
৩০। মোপাসাঁ সমধিক খ্যাতি অর্জন করেন কোন হিসেবে?
ক) নাট্যকার
খ) প্রাবন্ধিক
গ) ঔপন্যাসিক
ঘ) গল্পকার
উত্তর: ঘ) গল্পকার
৩১। মোপাসাঁ কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ৬ই জুলাই
খ) ১১ই জুলাই
গ) ১৭ই জুলাই
ঘ) ২১ই জুলাই
উত্তর: গ) ১৭ই জুলাই
৩২। পূর্ণেন্দু দস্তিদার কোথায় জন্মগ্রহণ করেন?
ক) পটিয়া
খ) সীতাকুণ্ড
গ) হাটহাজারী
ঘ) সাতকানিয়া
উত্তর: ক) পটিয়া
৩৩। পূর্ণেন্দু দস্তিদার জন্ম তারিখ?
ক) ২০ মে
খ) ২০ জুন
গ) ২০ জুলাই
ঘ) ২০ আগস্ট
উত্তর: খ) ২০ জুন
৩৪। “হতাশভাবে তারা একে অপরের দিকে তাকায়”— কেন?
ক) হার হারিয়ে ফেলার কারণে
খ) সোনার কাঁকন হারিয়ে ফেলার কারণে
গ) গাউন ছিঁড়ে ফেলার কারণে
ঘ) দামি গাউন ছিঁড়ে ফেলার কারণে
উত্তর: ক) হার হারিয়ে ফেলার কারণে
৩৫। আয়নার সামনে গিয়ে মাদাম লোইসেল কেন আর্তনাদ করল?
ক) হার গলায় দেখতে না পেয়ে
খ) হার ভেঙে গেছে দেখে
গ) হার অর্ধেক নেই দেখে
ঘ) হার নকল দেখে
উত্তর: ক) হার গলায় না দেখে
৩৬। হার খুঁজতে গিয়ে মি. লোইসেল কখন ফিরল?
ক) সকাল ৬টা
খ) সকাল ৮টা
গ) সকাল ৭টা
ঘ) সকাল ৯টা
উত্তর: গ) সকাল ৭টা
৩৭। হার মেরামতের অজুহাত দেওয়ার পরামর্শ কে দিল?
ক) মি. লোইসেল
উত্তর: খ) হারটি মেরামত করতে দেওয়া হয়েছে
৩৮। প্যালেস রয়েলে তারা কোন হার দেখল?
ক) সোনার
খ) রুপার
গ) হীরার
ঘ) মুক্তার
উত্তর: গ) হীরার
৩৯। বল নাচ শেষে কখন বাড়ি ফিরল?
ক) ভোর চারটায়
খ) রাত বারোটায়
গ) বিকাল পাঁচটায়
ঘ) রাত দুইটায়
উত্তর: ক) ভোর চারটায়
৪০। পথ না পেয়ে তারা কোন নদীর দিকে হাঁটলো?
ক) সিন
খ) বিন
গ) টাইগ্রিস
ঘ) ফোরাত
উত্তর: ক) সিন
৪১। “ও কী ভালো মানুষ” — কার সম্পর্কে?
ক) শিক্ষামন্ত্রী
খ) ফোরস্টিয়ার
গ) মাদাম লোইসেল
ঘ) জেনি
উত্তর: গ) মাদাম লোইসেল
৪২। নেকলেস-এর মূল ফরাসি নাম কী?
ক) La Pare
খ) Be Parure
গ) La Parure
ঘ) Li Parure
উত্তর: গ) La Parure
৪৩। এটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
ক) 1880
খ) 1882
গ) 1884
ঘ) 1886
উত্তর: গ) ১৮৮৪
৪৪। La Gaulois কী?
ক) একটি ফরাসি পত্রিকা
খ) একটি পোশাক
গ) একটি বই
ঘ) একটি অনুষ্ঠান
উত্তর: ক) একটি ফরাসি পত্রিকা
৪৫। হারটির দাম কত ছিল?
ক) ত্রিশ হাজার
খ) চল্লিশ হাজার
গ) পঁয়ত্রিশ হাজার
ঘ) একচল্লিশ হাজার
উত্তর: গ) পঁয়ত্রিশ হাজার
৪৬। হারটি তিন দিন বিক্রি না করার অনুরোধ কেন করলো?
ক) দুই দিন
খ) তিন দিন
গ) চার দিন
ঘ) পাঁচ দিন
উত্তর: খ) তিন দিন
৪৭। লোইসেল তার বাবার মৃত্যুর পর কত পেল?
ক) সতেরো হাজার
খ) আঠারো হাজার
গ) উনিশ হাজার
ঘ) ষোল হাজার
উত্তর: খ) আঠারো হাজার
৪৮। দুঃখের জীবন কত বছর স্থায়ী হয়?
ক) আট
খ) দশ
গ) নয়
ঘ) বারো
উত্তর: খ) দশ
৪৯। মাদাম লোইসেল দেখতে কেমন হয়ে যায়?
ক) মধ্যবয়সী
খ) তরুণী
গ) বয়স্ক
ঘ) আগের মতো
উত্তর: গ) বয়স্ক
৫০। পরবর্তীতে জানা যায় হারটি—
ক) নকল
খ) আসল
গ) মহামূল্য
ঘ) অম্লান
উত্তর: ক) নকল

