প্রমথ চৌধুরীর বই পড়া গল্পের MCQ প্রশ্নের উত্তর নিচে দেওয়া হয়েছে। প্রমথ চৌধুরীর ‘বই পড়া’ প্রবন্ধে তিনি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য এবং স্বেচ্ছায় বই পড়ার গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর মতে, আমাদের দেশে স্কুল-কলেজের ডিগ্রির জন্য পড়া হয়, যা কেবল অর্থ উপার্জনের পথ দেখায়, কিন্তু মনকে সজীব করে না। তিনি লাইব্রেরিকে মনের হাসপাতাল বলে উল্লেখ করেন এবং বলেন যে, জ্ঞান অর্জনের জন্য শিক্ষকের চেয়ে লাইব্রেরির ভূমিকা অনেক বেশি। সাহিত্যচর্চাই মনকে সম্পূর্ণ ও সার্থক করে তোলে।
বই পড়া গল্পের mcq প্রশ্নের উত্তর
১. ‘বই পড়া’ প্রবন্ধে লাইব্রেরির সার্থকতা কীসের চেয়ে কম নয় বলা হয়েছে?
ক. হাসপাতাল
খ. প্রকৃতির
গ. জাদুঘর
ঘ. লীলাভূমি
উত্তর: গ
২. ‘বীরবল’ সাহিত্যিক ছদ্মনামে কে লিখতেন?
ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ
৩. ‘বই পড়া’ প্রবন্ধে লাইব্রেরিকে কী বলা হয়েছে?
ক. মনের হাসপাতাল
খ. প্রকৃতির নিভৃত কোণ
গ. মনের জাদুঘর
ঘ. প্রকৃতির লীলাভূমি
উত্তর: গ
৪. প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া?
ক. বীরবলের হালখাতা
খ. প্রবন্ধ সপ্তাহ
গ. নীললোহিত
ঘ. পদচারণ
উত্তর: ক
৫. মানুষের উদরপূর্তিতে সরাসরি কাজে লাগে না—
ক. লাইব্রেরি
খ. বিজ্ঞান
গ. সাহিত্য
ঘ. ধর্ম
উত্তর: গ
৬. নীতির চর্চা কোথায় হয়?
ক. জাদুঘরে
খ. কলেজে
গ. ঘরে
ঘ. লাইব্রেরিতে
উত্তর: গ
৭. প্রবন্ধটিতে লেখক কীসের সমালোচনা করেছেন?
ক. সাহিত্যের
খ. শিক্ষা ব্যবস্থার
গ. সুশিক্ষার
ঘ. মনোরাজ্যের
উত্তর: খ
৮. দর্শনের চর্চা কোথায় হয়?
ক. জাদুঘর
খ. কলেজ
গ. ঘর
ঘ. লাইব্রেরি
উত্তর: খ
৯. কোন জাতি জ্ঞানে বড় নয়?
ক. যারা অর্থে বড় নয়
খ. যারা ধ্যানে বড় নয়
গ. যারা মনে বড় নয়
ঘ. যারা আভিজাত্যে বড় নয়
উত্তর: গ
১০. ‘বই পড়া’ প্রবন্ধের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বনফুল
গ. প্রমথ চৌধুরী
ঘ. মোতাহের হোসেন চৌধুরী
উত্তর: গ
১১. প্রমথ চৌধুরীর জন্মতারিখ—
ক. ৭ জুলাই ১৮৩৮
খ. ৭ নভেম্বর ১৮৪৮
গ. ৭ অক্টোবর ১৮৫৮
ঘ. ৭ আগস্ট ১৮৬৮
উত্তর: ঘ
১২. তাঁর পৈতৃক নিবাস কোথায়?
ক. সিরাজগঞ্জ
খ. কুষ্টিয়া
গ. যশোর
ঘ. পাবনা
উত্তর: গ
১৩. ‘সুসার’ অর্থ—
ক. নিষ্ফল
খ. প্রাচুর্য
গ. ঘাটতি
ঘ. সফল
উত্তর: খ
১৪. ‘ভাঁড়ে ভবানী’ ব্যবহৃত হয়—
ক. ক্লান্ত অবস্থা
খ. রিক্ত অবস্থা
গ. অশান্ত অবস্থা
ঘ. সচ্ছল অবস্থা
উত্তর: খ
১৫. ‘অবগাহন’ অর্থ—
ক. ইচ্ছেমতো জলপান
খ. সর্বাঙ্গ ঢেকে রাখা
গ. ইচ্ছেমতো ঘোরা
ঘ. সর্বাঙ্গ ডুবিয়ে গোসল
উত্তর: ঘ
১৬. ‘প্রচ্ছন্ন’ অর্থ—
ক. প্রকাশ্য
খ. প্রকট
গ. গোপন
ঘ. গভীর
উত্তর: গ
১৭. ‘জীর্ণ’ শব্দের অর্থ—
ক. পুরাতন
খ. হজম
গ. নতুন
ঘ. লেহন
উত্তর: ক
১৮. ‘গতাসু’ শব্দের অর্থ—
ক. জীবিত
খ. মৃত
গ. স্বাস্থ্যবান
ঘ. স্বাস্থ্যহীন
উত্তর: খ
১৯. ‘কারদানি’ অর্থ—
ক. চালবাজি
খ. বাহাদুরি
গ. মনরক্ষা
ঘ. দেহরক্ষা
উত্তর: ঘ
২০. তিনি কোন বিষয়ে এম.এ. করেন?
ক. বাংলা
খ. ইংরেজি
গ. দর্শন
ঘ. সংস্কৃত
উত্তর: খ
২১. কোন পত্রিকা চলিত ভাষারীতির অগ্রদূত?
ক. সাহিত্যপত্র
খ. সবুজপত্র
গ. যুগবাণী
ঘ. প্রবাসী
উত্তর: খ
২২. বাংলা গদ্যধারার সূচনা কার নেতৃত্বে?
ক. রবীন্দ্রনাথ
খ. প্রমথ চৌধুরী
গ. সঞ্জীবচন্দ্র
ঘ. শরৎচন্দ্র
উত্তর: খ
২৩. তাঁর রচিত গ্রন্থ—
ক. মাধবীলতা
খ. বৈকুণ্ঠের উইল
গ. নীললোহিত
ঘ. পদ্মরাগ
উত্তর: গ
২৪. মৃত্যু তারিখ—
ক. ২ আগস্ট ১৯৩৬
খ. ১ জুলাই ১৯৪৬
গ. ৭ আগস্ট ১৯৩৬
ঘ. ২ সেপ্টেম্বর ১৯৪৬
উত্তর: গ
২৫. মানুষের সর্বশ্রেষ্ঠ শখ—
ক. সাঁতার
খ. বাগান
গ. বই পড়া
ঘ. গান শোনা
উত্তর: গ
২৬. এখন করার সময় নয়—
ক. পরিশ্রম
খ. শখ
গ. সন্দেহ
ঘ. আশা
উত্তর: খ
২৭. কোন পরামর্শ কুপরামর্শ বলে মনে হবে?
ক. আয় বুঝে ব্যয়
খ. শখ করে বই পড়ো
গ. অসৎ সঙ্গ ত্যাগ
ঘ. মুখস্থ পড়া
উত্তর: খ
২৮. জাত হিসেবে আমরা কেমন নই?
ক. অলস
খ. পরিশ্রমী
গ. অভিজাত
ঘ. শৌখিন
উত্তর: ঘ
২৯. কোন প্রস্তাব নিরর্থক ও নির্মম মনে হবে?
ক. জীবন সুন্দর করা
খ. জীবনকে মহৎ করা
গ. সাহিত্যচর্চা ত্যাগ
ঘ. ডেমোক্রেসি
উত্তর: ক
৩০. কোনটি উপভোগের জন্য আমরা প্রস্তুত নই?
ক. শিক্ষা
খ. জীবনের আনন্দ
গ. সাহিত্যের রস
ঘ. ডেমোক্রেসি
উত্তর: গ
৩১. কোন লাভের জন্য উদ্বাহু?
ক. সাহিত্যের রস
খ. শিক্ষার ফল
গ. সুশিক্ষার স্বাদ
ঘ. মনোরাজ্যের ঐশ্বর্য
উত্তর: খ
৩২. শিক্ষার বিষয়ে সাধারণের ভাবনা—
ক. শিক্ষা আলোকিত করে
খ. মুখস্থবিদ্যা ক্ষতিকর
গ. শিক্ষা অর্থ ও অন্ন দেয়
ঘ. শিক্ষা মনন গড়ে
উত্তর: গ
৩৩. তিনি বিশ্বাস করেন—
ক. শিক্ষার মাহাত্ম্য
খ. মুখস্থবিদ্যা
গ. লাইব্রেরির অসারতা
ঘ. স্কুল-কলেজের শ্রেষ্ঠত্ব
উত্তর: ক
৩৪. শিক্ষার প্রধান অঙ্গ—
ক. দর্শন
খ. সাহিত্যচর্চা
গ. ধর্ম
ঘ. বিজ্ঞান
উত্তর: খ
৩৫. ডেমোক্রেসি বোঝে—
ক. অর্থ
খ. সাহিত্য
গ. সুশিক্ষা
ঘ. লাইব্রেরি
উত্তর: ক
৩৬. ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন—
ক. সবাই সমান
খ. সবাই বড়
গ. শ্রেণিবৈষম্য
ঘ. সবাই ছোট
উত্তর: খ
৩৭. শিষ্যরা চায়—
ক. সমান
খ. ছোট
গ. বড়
ঘ. শিক্ষিত
উত্তর: ক
৩৮. আমাদের সভ্যতার বৈশিষ্ট্য—
ক. দুর্বল
খ. শৌখিন
গ. অভিজাত
ঘ. স্বাস্থ্যবান
উত্তর: গ
৩৯. ছেলেরা কী গলাধঃকরণ করে?
ক. হতাশা
খ. নোট
গ. আশ্বাস
ঘ. বই
উত্তর: খ
৪০. প্রচলিত ব্যবস্থায় শিক্ষার্থীরা হয়—
ক. স্বশিক্ষিত
খ. কুশিক্ষিত
গ. অশিক্ষিত
ঘ. সুশিক্ষিত
উত্তর: খ
৪১. ত্রুটিপূর্ণ শিক্ষা যাদের বধ করতে পারে না—
ক. মন নরম
খ. প্রাণ কড়া
গ. নোট পড়ুয়া
ঘ. পরীক্ষায় ভালো
উত্তর: ক
৪২. স্বেচ্ছায় স্বশিক্ষার সুযোগ কোথায়?
ক. স্কুল
খ. কলেজ
গ. লাইব্রেরি
ঘ. জাদুঘর
উত্তর: গ
৪৩. মুসলমান ধর্মে মানবজাতি কয় ভাগে?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তর: ক
৪৪. ছেলেরা নোট পড়ে কেন?
ক. স্বশিক্ষায়
খ. সুশিক্ষায়
গ. পেটের দায়ে
ঘ. প্রাণের দায়ে
উত্তর: গ
৪৫. শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি পড়েছে—
ক. সুশিক্ষা
খ. স্বশিক্ষা
গ. অর্থ
ঘ. ডেমোক্রেসি
উত্তর: গ
৪৬. মামলায় জিততে—
ক. কবিতা
খ. নজির আওড়ানো
গ. বিজ্ঞান
ঘ. স্বশিক্ষা
উত্তর: খ
৪৭. ধনের সৃষ্টি নির্ভর করে—
ক. ভাগ্য
খ. জ্ঞান
গ. মুখস্থবিদ্যা
ঘ. ইচ্ছা
উত্তর: খ
৪৮. মানুষের পুরো মন পাওয়া যায়—
ক. দর্শনে
খ. বিজ্ঞানে
গ. সাহিত্যে
ঘ. ধর্মে
উত্তর: গ
৪৯. দর্শন-বিজ্ঞানকে তিনি তুলনা করেছেন—
ক. সংক্রামক ব্যাধি
খ. মনগঙ্গার তোলা জল
গ. মানবমনের পূর্ণচিত্র
ঘ. অনন্ত স্রোত
উত্তর: খ
৫০. সাহিত্যচর্চার উপায়—
ক. ল-রিপোর্ট কেনা
খ. বই পড়া
গ. মুখস্থ
ঘ. শিক্ষিত হওয়া
উত্তর: খ

