রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এই পোস্ট থেকে, এখানে আমরা বেছে বেছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর তোমাদের সাথে শেয়ার করেছি। এখান থেকে শতভাগ কমনের নিশ্চয়তা পাবে।
রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. আখতারুজ্জামান ইলিয়াস কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯৪৩ খ্রিষ্টাব্দে।
২. আখতারুজ্জামান ইলিয়াস খ্রিষ্টীয় কোন মাসের কোন তারিখে জন্ম গ্রহণ করেন?
উত্তর: ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ।
৩. আখতারুজ্জামান ইলিয়াস-এর পিতার নাম কী?
উত্তর: বি.এম. ইলিয়াস।
৪. আখতারুজ্জামান ইলিয়াস-এর মাতার নাম কী?
উত্তর: মরিয়ম ইলিয়াস।
৫. আখতারুজ্জামান ইলিয়াস-এর পিতৃদত্ত নাম কী?
উত্তর: আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস।
৬. আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: গাইবান্ধার গোটিয়া গ্রামে মামাবাড়িতে।
৭. আখতারুজ্জামান ইলিয়াস-এর পিতৃনিবাস কোথায়?
উত্তর: বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রামে।
৮. আখতারুজ্জামান ইলিয়াস কোথা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
৯. আখতারুজ্জামান ইলিয়াস কোন বিষয়ে লেখাপড়া করেন?
উত্তর: বাংলা বিষয়ে।
১০. আখতারুজ্জামান ইলিয়াস-এর গল্পগ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর:
‘অন্য ঘরে অন্য স্বর’,
‘খোয়ারি’,
‘দুধভাত উৎপাত’,
‘দোজকের ওম’,
‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’।
১১. আখতারুজ্জামান ইলিয়াস-এর উপন্যাসগুলোর নাম লেখ।
উত্তর: ‘চিলেকোঠার সেপাই’ ও ‘খোয়াবনামা’।
১২. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৯৭ সালে।
১৩. আখতারুজ্জামান ইলিয়াস কোন মাসের কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: জানুয়ারি মাসের ৪ তারিখ।
রেইনকোট গল্পের প্রশ্ন–উত্তর
১৪. ‘রেইনকোট’ গল্পে কখন থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: ভোররাত থেকে।
১৫. ‘রেইনকোট’ গল্পে কোন বার থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: মঙ্গলবার।
১৬. ‘রেইনকোট’ গল্পে কয়দিন বৃষ্টি থাকবে বলে অনুমান করা হয়?
উত্তর: ৩ দিন।
১৭. শনিবারে বৃষ্টি নামলে কয়দিন বৃষ্টি হয় বলে বিশ্বাস আছে?
উত্তর: ৭ দিন।
১৮. কী বারে বৃষ্টি শুরু হলে বৃষ্টি তিনদিন থাকে?
উত্তর: মঙ্গলবার।
১৯. কী কী বারে বৃষ্টি শুরু হলে বৃষ্টি একদিন থাকে?
উত্তর: রবি, সোম, বুধ, বৃহস্পতি ও শুক্রবারে।
২০. কোন বারের সকালে বৃষ্টি নামলে বিকালে মেঘ বলে এবার চল?
উত্তর: বুধবারের সকালে।
২১. দরজায় মিলিটারি এসেছে—এই ভয়ে নূরুল হুদা কোন দোয়া পড়ছিলেন?
উত্তর: আল্লাহুম্মা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন।
২২. নুরুল হুদার ঘরের দরজায় কয়টি ছিটকিনি, কয়টি খিল ও কয়টি ডাশা ছিল?
উত্তর: ২টি ছিটকিনি, ১টি খিল ও ১টি ডাশা।
২৩. বৃষ্টির ঝাপটার সঙ্গে নুরুল হুদার ঘরে কী ঢুকে?
উত্তর: প্রিন্সিপালের পিওন, ইসহাক মিয়া।
২৪. ‘রেইনকোট’ গল্পে ইলেকট্রিক ট্র্যান্সফর্মার কোথায় অবস্থিত?
উত্তর: কলেজের দেয়াল ঘেঁষে।
২৫. ‘রেইনকোট’ গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়?
উত্তর: কলেজের জিমন্যাশিয়ামে।
২৬. ‘রেইনকোট’ গল্পে নুরুল হুদা তৈরির জন্য পিওনের কাছে কয় মিনিট সময় চান?
উত্তর: পাঁচ–সাত মিনিট।
27. প্রিন্সিপালের পিওন নুরুল হুদার বাসা থেকে কার বাসায় যাবে বলে জানায়?
উত্তর: আব্দুস সাত্তার মৃধার বাসায়।
28. আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর?
উত্তর: জিওগ্রাফির।
29. ইসহাক কোন মাস থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে?
উত্তর: এপ্রিল মাস থেকে।
30. প্রিন্সিপালের পিওন ইসহাক মিয়ার আত্মীয় দিল্লিওয়ালা সাহেবের কী ছিল?
উত্তর: খানসামা।
31. ইসহাক কোন বিষয়ের প্রফেসরের বাড়ির দিকে রওনা হলো?
উত্তর: জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে।
32. কাকে দেখে কলেজের সবাই তটস্থ?
উত্তর: ইসহাক মিয়াকে দেখে।
33. কে দিনরাত উর্দু বলে?
উত্তর: ইসহাক মিয়া।
34. কে পাকিস্তানিদের জন্য দিনরাত দোয়া–দরুদ পড়ে?
উত্তর: কলেজের প্রিন্সিপাল।
35. কাকে জড়িয়ে ধরে নুরুল হুদার চুমু খেতে ইচ্ছা করছে?
উত্তর: পিওন ইসহাককে।
36. রেডিও–টিভিতে হরদম কী বলছে?
উত্তর: সিচ্যুয়েশন নর্মাল।
37. নুরুল হুদার স্ত্রীর নাম কী?
উত্তর: আসমা।
38. মিন্টু কার ভাই?
উত্তর: আসমার ভাই।
39. কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়?
উত্তর: মিন্টুর জন্য।
40. নুরুল হুদা কতবার বাড়ি পাল্টায়?
উত্তর: চারবার।
41. নুরুল হুদার মেয়ের বয়স কত?
উত্তর: আড়াই বছর।
42. নুরুল হুদার ছেলের বয়স কত?
উত্তর: পাঁচ বছর।
রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
43. কোথাকার হাফের বেশি জায়গা স্বাধীন?
উত্তর: রংপুর–দিনাজপুরের।
44. মসজিদের ছাদ থেকে কে পড়ে গিয়েছিল?
উত্তর: মুয়াজ্জিন সাহেব।
45. কে জুমার নামাজ নিয়মিত পড়ে?
উত্তর: নুরুল হুদা।
46. নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার?
উত্তর: কেমিস্ট্রি।
47. উর্দুর প্রফেসরের নাম কী?
উত্তর: আকবর সাজিদ।
48. কাদের ঠিকানা নুরুল হুদার জানা আছে?
উত্তর: মিসক্রিয়ান্টদের।
49. ‘মিসক্রিয়ান্ট’ শব্দের অর্থ কী?
উত্তর: দুষ্কৃতিকারী।
50. ‘রেইনকোট’ গল্পের কথক কে?
উত্তর: নুরুল হুদা।
51. রেইনকোট কার?
উত্তর: মিন্টুর।
52. নুরুল হুদাকে কে ডেকে পাঠিয়েছে?
উত্তর: প্রিন্সিপাল।
53. নুরুল হুদার কী রোগ ছিল?
উত্তর: হাঁপানি।
54. কলেজে কে নুরুল হুদার জন্য অপেক্ষা করছে?
উত্তর: পাকিস্তানি কর্নেল।
55. প্রিন্সিপাল শহিদ মিনারকে কী মনে করে?
উত্তর: কাঁটা।
56. আসমা কোন দিক থেকে গুলির আওয়াজ শুনেছে?
উত্তর: মিরপুর ব্রিজের দিক থেকে।
57. মিন্টু কোন বাসা থেকে মুক্তিযুদ্ধে যায়?
উত্তর: মগবাজারের দুই কামরার ফ্ল্যাট থেকে।
58. মিন্টু কোন তারিখে মুক্তিযুদ্ধে যায়?
উত্তর: ২৩ জুন।
59. ‘আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না’ — কে বলে?
উত্তর: নিচতলার ভদ্রলোক।
60. নুরুল হুদার জানালা দিয়ে কী দেখা যায়?
উত্তর: বিল আর ধানক্ষেত।
61. স্টেনগানওয়ালা ছোকরারা কী দিয়ে আসে?
উত্তর: নৌকা দিয়ে।
62. কিসিনজার কে?
উত্তর: আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী।
63. নুরুল হুদার নিচের ফ্ল্যাটে কে থাকে?
উত্তর: ওয়েলডিং ওয়ার্কশপের মালিক।
64. কার শ্বশুর রাজাকার?
উত্তর: ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর।
65. ‘আব্বু ছোটোমামা হয়েছে’ — কার উক্তি?
উত্তর: নুরুল হুদার আড়াই বছরের মেয়ে।
66. ‘আব্বুকে ছোটোমামার মতো দেখাচ্ছে’ — কার উক্তি?
উত্তর: নুরুল হুদার ৫ বছরের ছেলে।
67. নিজের রূপ দেখে নুরুল হুদা কী খায়?
উত্তর: ভ্যাবাচ্যাকা।
68. ‘এসব থেকে শতহাত দূরে’ — এখানে এসব বলতে কী?
উত্তর: মুক্তিযুদ্ধ।
69. দেশে দমাদম মিলিটারি মারে কে?
উত্তর: মিন্টু।
70. কোথায় বসে নুরুল হুদার কলিগরা ফিসফিস করে?
উত্তর: স্টাফ রুমে।
71. কাকে প্রিন্সিপাল তোয়াজ করে?
উত্তর: উর্দুর প্রফেসর আকবর সাজিদকে।
72. বাসস্ট্যান্ডে নুরুল হুদা বাসের জন্য কোন দিকে তাকায়?
উত্তর: উত্তর দিকে।
73. মিরপুরের বিল দিয়ে কারা আসে?
উত্তর: মুক্তিযোদ্ধা।
74. মুক্তিযোদ্ধারা কয়টা জিপ উড়িয়ে দিয়েছে?
উত্তর: একটা।
75. মুক্তিযোদ্ধারা কয়জন খানসেনা খতম করেছে?
উত্তর: পাঁচজন।
76. স্টেট বাসের রং কী?
উত্তর: লাল।
77. বাসে উঠে নুরুল হুদাকে দেখে কয়জন নেমে যায়?
উত্তর: দুইজন।
78. আসাদ গেট থেকে কয়জন বাসে উঠে?
উত্তর: নয়জন।
79. ক্রাকডাউনের রাত কোনটি?
উত্তর: ২৫ মার্চ, ১৯৭১।
80. মুয়াজ্জিন সাহেব কয়বার ‘আল্লাহু আকবার’ বলতে পেরেছিলেন?
উত্তর: একবার।
81. মুয়াজ্জিন সাহেব কোথায় পড়ে যান?
উত্তর: রাস্তায়।
82. নুরুল হুদার বাসে কয়জন মিলিটারি উঠে?
উত্তর: একজন।
83. নুরুল হুদা বাস থেকে কোথায় নামে?
উত্তর: নিউ মার্কেটের সামনে।
84. প্রিন্সিপালের রুমে নুরুল হুদা কাকে দেখে?
উত্তর: জাঁদরেল মিলিটারি পান্ডাকে।
85. মিলিটারি কোন ভাষায় প্রশ্ন করে?
উত্তর: ইংরেজি।
86. কলেজে কয়টি আলমারি কেনা হয়?
উত্তর: ১০টি।
87. আলমারিগুলো কিসে করে আনা হয়?
উত্তর: ঠেলাগাড়িতে।
88. ‘রেইনকোট’-এর শেষ বাক্যে কোন কথা বলা আছে?
উত্তর: নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তাঁর আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না।”

