ক্লাস ১০ এর সুভা গল্পের MCQ, গল্পটি লিখেছেন বিখ্যাত গল্পকার ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সুভা একজন বাক্প্রতিবন্ধী কিশোরী। তার বড় দুটি বোনকে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সুভার জন্ম থেকেই কোনো কথা বলার ক্ষমতা নেই। পরিবারের কাছে সে যেন এক বোঝা। তার মনের অব্যক্ত বেদনা প্রকৃতির সঙ্গে মিশে যায়। সে কথা বলতে না পারলেও, বাড়ির গোয়ালঘরের দুটি গাভী সর্বস্বী ও পাঙ্গুলি এবং প্রতাপ নামের এক যুবকের সঙ্গে তার নীরব বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সুভার প্রতি প্রতাপের স্বাভাবিক আচরণ তাকে শান্তি দেয়। অবশেষে, বাবা-মা যখন সুভাকে দূরদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন এই সহমর্মিতার বন্ধন ছিন্ন হয়।
সুভা গল্পের MCQ প্রশ্নের উত্তর
১. ‘সুভা’ গল্পের মেয়েটির নাম কী রাখা হয়েছিল?
ক. হাসি
খ. সুভা
গ. সুহাসিনী
ঘ. সুভাষিণী
উত্তর: ঘ
২. ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল?
ক. সুভাষিণীর
খ. বাণীকণ্ঠের
গ. সুকেশিণীর
ঘ. প্রতাপের
উত্তর: ঘ
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
সেই ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল। নাম দিয়েছে পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পরোপুরি বড় হয়েছে। নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়
৩. বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন?
র. সুভাকে বিয়ে দেবেন বলে
রর. সুভা কথা বলতে পারে না বলে
ররর. মেয়েটির ভবিষ্যৎ ভেবে
সঠিক কোনটি?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
উত্তর: খ
৪. মর্জিনার মধ্যে সুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয়—
ক. আনুগত্য
খ. একাকিত্ব
গ. ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ
ঘ. নিজেকে আড়ালে রাখা
উত্তর: গ
৫. উদ্দীপকের মূলভাব কোন বাক্যে প্রতিফলিত?
র. দিনে তিনবার গোয়াল ঘরে যাওয়া
রর. দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা
ররর. মাঝে মাঝে ভর্ৎসনা করা
সঠিক কোনটি?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ
৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৫১ খ্রিষ্টাব্দে
খ. ১৮৬১ খ্রিষ্টাব্দে
গ. ১৮৭১ খ্রিষ্টাব্দে
ঘ. ১৮৮১ খ্রিষ্টাব্দে
উত্তর: খ
৭. “তখন কে জানিত সে বোবা হইবে?” কার কথা?
ক. সুভাষিণীর
খ. সুকেশিণীর
গ. সুহাসিণীর
ঘ. সুনয়নার
উত্তর: ক
৮. সুভাষিণীরা কয় বোন?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
উত্তর: ক
৯. সুভাষিণীর নাম কে রাখেন?
ক. মা
খ. বাবা
গ. ভাই
ঘ. মামা
উত্তর: খ
১০. কোন ভিত্তিতে নাম রাখা হয় সুভাষিণী?
ক. মায়ের নামে
খ. আবেগে
গ. প্রতাপের কথায়
ঘ. বড় দুই মেয়ের নামের মিল রেখে
উত্তর: ঘ
১১. ‘সুভাষিণী’ অর্থ—
ক. মধুরভাষী
খ. সুন্দর মুখ
গ. উজ্জ্বল
ঘ. সুন্দর কথা
উত্তর: ক
১২. তাকে কী নামে ডাকা হতো?
ক. সুভাষী
খ. ভষিণ
গ. সুভা
ঘ. সুণী
উত্তর: গ
১৩. সুকেশিণী ও সুহাসিণীর সাথে সম্পর্ক—
ক. বোন
খ. বান্ধবী
গ. খালাতো বোন
ঘ. চাচাতো
উত্তর: ক
১৪. কার বিয়ে দস্তুরমতো হয়ে গেছে?
ক. সুভার
খ. সুভার বোনদের
গ. বান্ধবীর
ঘ. প্রতাপের
উত্তর: খ
১৫. ‘ছোটোটি’ বলতে—
ক. সুকেশিনী
খ. সুহাসিনী
গ. সুনয়না
ঘ. সুভা
উত্তর: ঘ
১৬. ‘সে কথা বলতে পারে না’—কে?
ক. সুকেশিনী
খ. সুহাসিনী
গ. সুভাষিণী
ঘ. প্রতাপ
উত্তর: গ
১৭. কার সাক্ষাৎেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা?
ক. প্রতাপ
খ. সুভা
গ. সুহাস
ঘ. সুকেশিনী
উত্তর: খ
১৮. দুশ্চিন্তার কারণ?
ক. জেদি
খ. বোবা
গ. অন্ধ
ঘ. কালো
উত্তর: খ
১৯. কে বুঝেছে “বিধাতার অভিশাপরূপে জন্ম”?
ক. প্রতাপ
খ. সুভার মা
গ. সুভা
ঘ. বোন
উত্তর: খ
২০. সাধারণের দৃষ্টিপথ থেকে গোপন থাকত কে?
ক. পিতা
খ. বোন
গ. মা
ঘ. সুভা
উত্তর: ঘ
২১. সুভা নিজেকে লুকাত কেন?
ক. সুন্দর নয়
খ. বোবা
গ. অশিক্ষিত
ঘ. ধনী
উত্তর: খ
২২. সবাই ভুলে গেলে কে বাঁচে?
ক. সুভাষিণী
খ. সুহাসিনী
গ. প্রতাপ
ঘ. সুকেশিণী
উত্তর: ক
২৩. কোনটি কেউ ভুলে না?
ক. মিথ্যা
খ. অপরাধ
গ. বেদনা
ঘ. অন্যায়
উত্তর: গ
২৪. পিতামাতার মনে সর্বদাই জাগরূক ছিল—কে?
ক. প্রতাপ
খ. বাণীকণ্ঠ
গ. সুকেশিণী
ঘ. সুভা
উত্তর: ঘ
২৫. “ত্রুটি”—কার?
ক. সুকেশি
খ. সুহাসি
গ. সুভা
ঘ. প্রতাপ
উত্তর: গ
২৬. মাতা পুত্র অপেক্ষা কাকে বেশি নিজের অংশ মনে করেন?
ক. স্বামী
খ. পিতা
গ. দেশ
ঘ. কন্যা
উত্তর: ঘ
২৭. কন্যার অস্পূর্ণ দেখলে লজ্জার কারণ মনে করেন—
ক. পিতা
খ. মাতা
গ. প্রতিবেশী
ঘ. আত্মীয়
উত্তর: খ
২৮. কে বেশি ভালোবাসেন সুভাকে?
ক. প্রতাপ
খ. মা
গ. পিতা
ঘ. সর্বশী
উত্তর: গ
২৯. সুভার পিতার নাম—
ক. নীলকণ্ঠ
খ. বাণীকণ্ঠ
গ. বংশীকণ্ঠ
ঘ. গোঁসাই
উত্তর: খ
৩০. কার প্রতি বিরক্ত ছিলেন মা?
ক. প্রতাপ
খ. সুকেশি
গ. সুভা
ঘ. সুনয়না
উত্তর: গ
৩১. সুভার কী ছিল না?
ক. কথা
খ. চোখ
গ. হাত
ঘ. পা
উত্তর: ক
৩২. বড় দুটি কালো চোখ ছিল কার?
ক. মমতা
খ. সুভা
গ. অপু
ঘ. অন্ধবধূ
উত্তর: খ
৩৩. ওষ্ঠাধর কেঁপে উঠত কিসের মতো?
ক. হরিণ
খ. কচি কিশলয়
গ. নির্জীব
ঘ. অসহায়
উত্তর: খ
৩৪. কথার ভাব প্রকাশ করতে কী করতে হয়?
ক. ভুলে যেতে
খ. ভালোবাসতে
গ. গড়ে তুলতে
ঘ. তর্জমা করতে
উত্তর: গ
৩৫. কোন অভাবে ভাব প্রকাশে ভুল হয়?
ক. ক্ষমতা
খ. তর্জমা
গ. সময়
ঘ. চিন্তা
উত্তর: ক
৩৬. কেমন চোখকে তর্জমা করতে হয় না?
ক. অন্ধ
খ. বোবা
গ. কালো
ঘ. নীল
উত্তর: গ
৩৭. মন ছায়া ফেলে কার উপর?
ক. কালো চোখ
খ. সুন্দর হাত
গ. মায়াবী হাসি
ঘ. সরল পথ
উত্তর: ক
৩৮. কখনো উজ্জ্বল হয়ে ওঠে—কী?
ক. নীল চোখ
খ. মুখ
গ. কালো চোখ
ঘ. হাত
উত্তর: গ
৩৯. অনিমেষ কিসের মতো চেয়ে থাকে?
ক. কালো চোখ
খ. নীল চোখ
গ. বোবা চোখ
ঘ. নির্জীব চোখ
উত্তর: ক
৪০. কালো চোখের সাদৃশ্য—
ক. কচি কিশলয়
খ. ক্ষমতা
গ. উজ্জ্বল মণি
ঘ. চঞ্চল বিদ্যুৎ
উত্তর: ঘ
৪১. মুখের ভাব না থাকলে ভাষা—
ক. চোখের
খ. মুখের
গ. ঠোঁটের
ঘ. হাসির
উত্তর: ক
৪২. অতলস্পর্শ গভীর কী?
ক. চাহনি
খ. চোখের ভাষা
গ. চোখের রং
ঘ. চেতনা
উত্তর: খ
৪৩. স্বচ্ছ আকাশের সাদৃশ্য—
ক. মুখ
খ. চুল
গ. চোখের ভাষা
ঘ. মুখের ভাষা
উত্তর: গ
৪৪. ছায়ালোকের রঙ্গভূমি—
ক. সুন্দর
খ. নিস্তব্ধ
গ. কোলাহলপূর্ণ
ঘ. নির্জীব
উত্তর: খ
৪৫. বাক্যহীন মানুষের মধ্যে রয়েছে—
ক. বন
খ. মাঠ
গ. মহত্ত্ব
ঘ. আলো
উত্তর: গ
৪৬. সাধারণ বালিকারা ভয় করত—
ক. প্রতাপ
খ. সুভা
গ. সুহাসি
ঘ. সুকেশি
উত্তর: খ
৪৭. ‘তাহার’ বলতে—
ক. সুহাসি
খ. সুবর্ণ
গ. প্রতাপ
ঘ. সুভা
উত্তর: ঘ
৪৮. নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন—
ক. প্রতাপ
খ. সুভা
গ. বাণীকণ্ঠ
ঘ. সুকেশি
উত্তর: খ
৪৯. নির্জন দ্বিপ্রহরের সাদৃশ্য—কার?
ক. প্রতাপ
খ. মিনু
গ. সবর্ণ
ঘ. সুভা
উত্তর: ঘ
৫০. সুভার গ্রামের নাম—
ক. শ্যামপুর
খ. চন্ডীপুর
গ. চন্দনপুর
ঘ. চম্পকপুর
উত্তর: খ

