ব্রিলিয়ান্ট অ্যাপস মাত্র ৪০ পয়সা মিনিট কথা বলুন – Brilliant App Call Rate

বাংলাদেশের প্রথম আইপি কলিং সুবিধা দিয়ে আসছে ব্রিলিয়ান্ট অ্যাপস। শুরু থেকেই তাদের সেবার মান খুবই ভালো থাকাই খুব শীঘ্রই এটির জনপ্রিয়তা বেড়ে যায়। বর্তমানে প্রায় ৫-১০ লাখ ব্যবহারকারী ব্রিলিয়ান্ট অ্যাপস ব্যবহার করছে। গুগল প্লে স্টোরে এটি ১০ লাখ মানুষ ডাউনলোড করেছে। এছাড়াও আপনি ১ সেকেন্ড পালস সহ ৪০ পয়সা প্রতি মিনিট কলের সুবিধা পাবেন।

মোবাইল ডেটা প্ল্যান এবং Wi-Fi সংযোগের মাধ্যমে আপনি বিনামূল্যে এটি ব্যবহার করতে পারবেন। ব্রিলিয়ান্ট অ্যাপস থেকে যেসকল সুবিধা পাবেন এবং কিভাবে ফ্রি মিনিট পাবেন তা আজকে আমি সম্পূর্ণ লেখার মাধ্যমে দেখাব। চলুন তাহলে জেনে নেই_

ব্রিলিয়ান্ট অ্যাপস ডাউনলোড করে ফ্রি মিনিট 

  • প্রথমেই নিচের লিঙ্ক এ ক্লিক করে প্লে-স্টোর কিংবা আইফোন স্টোর থেকে ব্রিলিয়ান্ট অ্যাপ টি ডাউনলোড করে নিন ।
  • এরপর আপনার চালু থাকা নাম্বার দিয়ে ভেরিফাই করুন। আপনার নাম লিখে একাউন্ট ওপেন করুন ।
  • অ্যাপসটি এখন আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন উভয় ভার্সনের জন্য পাওয়া যাচ্ছে ।

অ্যাপটি রেজিস্টার করা শেষ হলে এখন ফ্রি মিনিট এবং অফলাইন কল করার জন্য প্রথমে আপনাকে এনআইডি ভেরিফাই করতে হবে নিচের ধাপগুলো অনুসরন করে ভেরইফাই করুন।

প্রথমে <সেটিংস> যাবেন। সেখানে নিচের ছবির মতো দেখতে পাবেন এখান থেকে (NID) সিলেক্ট করুন।

brilliant connect

এবার আপনার কাছে থাকা এনআইডি এর প্রথমে সামনের দিকের একটি ছবি তুলুন। এরপর পেছনের দিকের ছবি তুলুন। এবার সাবমিট এ ক্লিক করুন।  কিছুক্ষন অপেক্ষা করলেই আপনার এনআইডি ভেরিফায় হয়ে যাবে।

কিভাবে ফ্রি মিনিট পাবেন? 

এখন এনআইডি ভেরিফায় সম্পন্ন হলে ফ্রি মিনিট পাওয়ার জন্য আবার <সেটিংস> এ চলে যান। এবার সেখান থেকে (Extended Service) সিলেক্ট করুন। এবার নিচের ছবির মতো দেখতে পাবেন।

brilliant app download

brilliant apps download

আপনি এখান থেকে (Apply Promo Code) এ ক্লিক করুন। প্রোমো কোডের স্থানে (WUCMO7) এই কোডটি লিখুন এর সাবমিট করে দিন।

See More  ১০০+ আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ব্লকড নাম্বারে কল করার উপায় :

আপনি ব্রিলিয়ান্ট কানেক্ট একাউন্ট তৈরি হলে আপনি একটি নতুন নাম্বার পাবেন । যা দেখতে অনেকটা টেলিফোন নাম্বারের মতো । এই নাম্বারটি কে আপনি আপনার নতুন অননেট সিম হিসেবে পাবেন । যেকোন নাম্বারে কল করতে পারবেন, যদি কোন নাম্বার আপনাকে পূর্বে ব্লক করে রাখে সেখানেও কল করতে পারবেন ।

নাম্বার হাইড করে কল করার উপায় :

যেহেতু আপনি একটি নতুন নাম্বার পেয়েছেন, এবং নাম্বারটি দেখতে আমাদের দেশের মতো না। আপনি কাউকে ফোন দিলে রিসিভার আপনার ব্রিলিয়ান্ট নাম্বারটি দেখতে পাবে, আপনার ফোন এ থাকা সিমের নাম্বার বা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেটি দেখতে পাবে না । তাই নিজের নাম্বার হাইড করে কথা বলতে চাইলে এবং সাথেফ্রি কলিং সার্ভিস এর জন্য ব্রিলিয়ান্ট কানেক্ট ডাউনলোড করুন ।

ব্রিলিয়ান্ট কানেক্ট এর অসুবিধা:

অসুবিধা বলা হয়তো ঠিক না, বরং আমরা বলতে পারি এই বিষয়গুলো তে ব্রিলিয়িান্ট কানেক্ট ডেভলপারদের নজর দেওয়া উচিৎ।

  • ব্রিলিয়ান্ট ফ্রি কল সার্ভিস শুধুমাত্র তখন ই প্রযোজ্য হবে, যখন রিসিভার অননেট থাকবে
  • ব্রিলিয়ান্ট কানেক্ট ব্যবহারকারী ছাড়া কাউকে মেসেজ দিতে পারবেন না ।
  • ১ সেকেন্ড পালস সহ ৪০ পয়সা প্রতি মিনিট।
  • ফ্রি ২০মিনিট।
  • যেকোনো দেশে কল করতে পারবেন।
  • দেশের সর্বনিম্ন কল রেট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *