60+ বিলাসী গল্প MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ২০২৬

বিলাসী গল্প mcq এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিলাসী গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোটগল্প, যা ১৯১৫ সালে ‘ভারতবর্ষ’ পত্রিকায় প্রকাশিত হয়। এটি সমাজের কুসংস্কার, বিশেষত বর্ণপ্রথা ও অস্পৃশ্যতার তীব্র সমালোচনা করে।

গল্পের কথক, মৃত্যুঞ্জয়, এক ব্রাহ্মণ যুবক, আর তার সেবিকা বিলাসী, যে জাতিতে সাপুড়ে। অসুস্থ মৃত্যুঞ্জয়কে সেবা করতে গিয়ে বিলাসী তাকে ভালোবেসে ফেলে এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এর ফলে সমাজে তারা একঘরে হয়। মৃত্যুঞ্জয় বিলাসীকে নিয়ে সাপুড়ের কাজ শুরু করলেও, শেষে সাপের কামড়ে মৃত্যু হয়। গল্পটি সমাজের সংকীর্ণতা ও প্রেমের মহিমাকে তুলে ধরে।

বিলাসী গল্প mcq প্রসশ্নের উত্তর 

১. বিলাসী গল্পের লেখক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী?

ক. মতিলাল চট্টোপাধ্যায়
খ. বিরেন্দ্র চট্টোপাধ্যায়
গ. দুর্গাদাস চৌধুরী
ঘ. বীরবল চট্টোপাধ্যায়
উত্তরঃ ক. মতিলাল চট্টোপাধ্যায়

৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কোনটি?

ক. সোনার তরী
খ. সারা দুপুর
গ. দেবদাস
ঘ. ভাটির চিঠি
উত্তরঃ গ. দেবদাস

৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন—

ক. ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর
খ. ১৮৭৭ সালের ১৫ সেপ্টেম্বর
গ. ১৮৭৮ সালের ১৫ সেপ্টেম্বর
ঘ. ১৮৮০ সালের ১৫ সেপ্টেম্বর
উত্তরঃ ক. ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর

৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন—

ক. ১৯৩৭ সালের ১৫ মার্চ
খ. ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি
গ. ১৯৪০ সালের ১৫ জুন
ঘ. ১৯৮০ সালের ১৬ জানুয়ারি
উত্তরঃ খ. ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি

৬. তিনি জগত্তারিনী স্বর্ণপদক পান—

ক. ১৯২৩ সালে
খ. ১৯২৫ সালে
গ. ১৯২২ সালে
ঘ. ১৯২৭ সালে
উত্তরঃ ক. ১৯২৩ সালে

৭. শরৎচন্দ্র কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?

ক. ২০ বছর
খ. ২১ বছর
গ. ১৮ বছর
ঘ. ২৪ বছর
উত্তরঃ ঘ. ২৪ বছর

৮. হিন্দু ধর্মানুসারে সাপের দেবী কে?

See More  50+ রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৬

ক. মনসা
খ. কালী
গ. দুর্গা
ঘ. শীতলা
উত্তরঃ ক. মনসা

৯. “ম্যালেরিয়া কথাটি না হয় নাই পড়িলাম”— উক্তি কোন গল্পের?

ক. মানুষ
খ. আমার পথ
গ. বিলাসী
ঘ. মানুষ
উত্তরঃ গ. বিলাসী

১০. বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়িত?

ক. ফার্স্ট ক্লাস
খ. সেকেন্ড ক্লাস
গ. থার্ড ক্লাস
ঘ. ফোর্থ ক্লাস
উত্তরঃ গ. থার্ড ক্লাস

১১. মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল?

ক. বারো দিন
খ. কুড়ি দিন
গ. সাত দিন
ঘ. চৌদ্দ দিন
উত্তরঃ গ. সাত দিন

১২. বিলাসীর মৃত্যু কীভাবে হয়েছিল?

ক. বিষপানে
খ. অনাহারে
গ. বজ্রাঘাতে
ঘ. ম্যালেরিয়া
উত্তরঃ ক. বিষপানে

১৩. পৃথিবীর দীর্ঘতম রেলপথ—

ক. ট্রান্স-সাইবেরিয়ান
খ. ইকামার্স
গ. মালো
ঘ. লস্কর
উত্তরঃ ক. ট্রান্স-সাইবেরিয়ান

১৪. পৃথিবীর গভীরতম হ্রদ—

ক. বৈকাল
খ. বঙ্গোপসাগর
গ. এডেন
ঘ. সাইবেরিয়ান
উত্তরঃ ক. বৈকাল

১৫. বিলাসী গল্পের ‘কামাখ্যা’ কী?

ক. নগর
খ. দোকানের নাম
গ. তীর্থস্থান
ঘ. হ্রদ
উত্তরঃ গ. তীর্থস্থান

১৬. হিন্দু ধর্ম অনুসারে বিদ্যার দেবী—

ক. সরস্বতী
খ. কালী
গ. দুর্গা
ঘ. লক্ষ্মী
উত্তরঃ ক. সরস্বতী

১৭. সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত বন্দর—

ক. এডেন
খ. সাইবেরিয়ান
গ. ইরান
ঘ. রাশিয়া
উত্তরঃ ক. এডেন

১৮. ‘বিলাসী’ গল্পের ‘নিকা’ শব্দের অর্থ—

ক. বিয়ে
খ. বিধবা
গ. জন্মদিন
ঘ. যুদ্ধ
উত্তরঃ ক. বিয়ে

১৯. ‘পঞ্চমুখ’ শব্দের অর্থ—

ক. মুখর
খ. প্রবেশন
গ. প্রশিক্ষণ
ঘ. সালামি
উত্তরঃ ক. মুখর

২০. ‘ধুনুচি’ শব্দের অর্থ—

ক. বাঁশের ঝুড়ি
খ. বেতের ঝুড়ি
গ. কুঞ্চির লাঠি
ঘ. গোলাবারুদ
উত্তরঃ ক. বাঁশের ঝুড়ি

২১. ‘বিলাসী’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?

ক. প্রথম আলো
খ. সরৎ
গ. ভারতী
ঘ. জি বাংলা
উত্তরঃ গ. ভারতী পত্রিকায়

২২. ‘কৃতবিদ্যা’ শব্দের অর্থ—

ক. বানী
খ. শিক্ষা
গ. আধুনিক
ঘ. বিদ্বান
উত্তরঃ ঘ. বিদ্বান

২৩. গিয়াস উদ্দিন তুগলক কে ছিলেন?

See More  10+ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর 2026

ক. রাজা
খ. পর্যটক
গ. সুলতান
ঘ. সম্রাট
উত্তরঃ ঘ. সম্রাট

২৪. মৃত্যুঞ্জয়ের কী ধরনের বাগান ছিল?

ক. আম-জাম
খ. আম-লেবু
গ. আম-কাঁঠাল
ঘ. কাঁঠাল-লিচু
উত্তরঃ গ. আম-কাঁঠাল

২৫. মৃত্যুঞ্জয়ের কত বিঘা জমি ছিল?

ক. বারো-তেরো
খ. দশ-বারো
গ. পনেরো-কুড়ি
ঘ. কুড়ি-পঁচিশ
উত্তরঃ ঘ. কুড়ি-পঁচিশ

• নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬ ও ২৭ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
নিলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করেন। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করেন না। ছুটিতে বাড়ি গেলে গ্রামের ওই মানুষগুলো নিলুফার নামে বিচার বসান। তারা নিলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিলুফা তাতে প্রতিবাদ করেন। অসুস্থ মাকে রেখে তিনি এসময় কিছুতে কোথাও যাবেন না।

২৬ . অনুচ্ছেদের সঙ্গে ‘বিলাসী’ গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে তা হলো-
i. নারীর প্রতি নির্যাতন
ii. কুসংস্কারাচ্ছন্ন সমাজ
iii. গ্রামীণ বিচার ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৭. এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায়, নিলুফা ও বিলাসী উভয়েই-
i. প্রতিবাদী নারীসত্তা
ii. নির্যাতিত নারী
iii. কুসংস্কারের শিকার

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii 
২৮. অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কত দিন অচেতন অবস্থায় ছিল?

ক. ৭-৮ দিন
খ. ১০-১৫ দিন
গ. ৮-১০ দিন
ঘ. ১৫-২০ দিন

✅ উত্তর: গ. ৮–১০ দিন

২৯. মৃত্যুঞ্জয়কে সেবাযত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে?

ক. বিলাসী
খ. খুড়া
গ. ন্যাড়া
ঘ. বুড়ো মালো

✅ উত্তর: ক. বিলাসী

৩০. ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো’— উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে?

ক. মৃত্যুঞ্জয়
খ. ন্যাড়া
গ. বিলাসী
ঘ. খুড়া

✅ উত্তর: গ. বিলাসী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *