৬০+ বিদ্রোহী কবিতার MCQ প্রশ্নের উত্তর পিডিএফ ২০২৬

বিদ্রোহী কবিতার MCQ প্রশ্নের উত্তর, কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতাটি বাংলা সাহিত্যের এক অগ্নিময় সৃষ্টি এবং সাম্যবাদের প্রতীক। এটি পরাধীন ভারতে শৃঙ্খলিত মানুষের মুক্তির জন্য কবির বজ্রকণ্ঠ ঘোষণা।

কবিতাটিতে নজরুল নিজেকে সমস্ত ধ্বংসাত্মক ও সৃষ্টিশীল শক্তির সমন্বয় হিসেবে তুলে ধরেছেন। তিনি একাধারে ঈশান, অনল, নটরাজ, সাইক্লোন এবং একই সাথে পরম সুন্দর ও চির-কল্যাণকর। কবির এই বিদ্রোহ সমাজের অন্যায়, শোষণ, কুসংস্কার এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে।

তিনি অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদী বীর এবং শোষিত, বঞ্চিত মানুষের মমতার আশ্রয়। এই কবিতা শক্তি, সাহস এবং মানবতার জয়গান গেয়ে স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করে, যা নজরুলকে ‘বিদ্রোহী কবি’র অমর খ্যাতি এনে দিয়েছে।

বিদ্রোহী কবিতার MCQ উত্তর 

১. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস?
ক. বঞ্চিতের
খ. পরশুরামের
গ. বিধবার
ঘ. ইস্রাফিলের
✔️ উত্তর: গ. বিধবার

২. ‘একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’— এখানে কবির কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?
ক. প্রেম ও দ্রোহ
খ. বিদ্রোহী ও অত্যাচারিত
গ. বিদ্রোহী ও বংশীবাদক
ঘ. বিদ্রোহী ও বীরযোদ্ধা
✔️ উত্তর: ক. প্রেম ও দ্রোহ

৫. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১
খ. ১৮৭৬
গ. ১৮৯৯
ঘ. ১৯০৯
✔️ উত্তর: গ. ১৮৯৯

৭. নজরুলের জন্মস্থান কোনটি?
ক. ভারতের হুগলি
খ. ভারতের আসাম
গ. ভারতের মুর্শিদাবাদ
ঘ. ভারতের পশ্চিমবঙ্গ
✔️ উত্তর: ঘ (চুরুলিয়া, পশ্চিমবঙ্গ)

৮. নজরুল কত বছর বয়সে পিতাকে হারান?
ক. ছয়
খ. আট
গ. সাত
ঘ. দশ
✔️ উত্তর: খ. আট

৯. পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় কেন?
ক. পিতার মৃত্যু
খ. মাতার মৃত্যু
গ. জমিজমা না থাকায়
ঘ. কবি বেকার থাকায়
✔️ উত্তর: ক

১০. কবি কখন নিম্ন প্রাইমারি পাশ করেন?
ক. ১৮৬১
খ. ১৩১৬
গ. ১৮৯৯
ঘ. ১২০৯
✔️ উত্তর: খ. ১৩১৬

১১. নজরুল কোথায় শিক্ষকতা করেন?
ক. পাঠশালায়
খ. মক্তবে
গ. কলেজে
ঘ. স্কুলে
✔️ উত্তর: খ

১২. বারো বছর বয়সে নজরুল কোথায় যোগ দেন?
ক. চাকরিতে
খ. লেটোর দলে
গ. রুটির দোকানে
ঘ. সেনাবাহিনীতে
✔️ উত্তর: খ

১৩. লেটোর দলে যোগ দিয়ে নজরুল কী রচনা করেন?
ক. নাটক
খ. কবিতা
গ. পালাগান
ঘ. উপন্যাস
✔️ উত্তর: গ

১৪. কবি কোথায় যোগ দিয়ে সৃষ্টিশীল সত্তার অধিকারী হন?
ক. মক্তবে
খ. লেটোর দলে
গ. সেনাবাহিনীতে
ঘ. সাহিত্য পত্রিকায়
✔️ উত্তর: খ

১৫. নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন?
ক. প্রথম বিশ্বযুদ্ধ
খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ. ভারত পাকিস্তান যুদ্ধ
ঘ. মুক্তিযুদ্ধ
✔️ উত্তর: ক

See More  ১০০+ আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১৬. নজরুল কত সালে বাঙালি পল্টনে যোগ দেন?
ক. ১৯১৭
খ. ১৯১৬
গ. ১৯৯৯
ঘ. ১৯০৯
✔️ উত্তর: ক

১৭. সৈনিক হিসেবে যোগ দেওয়ার পরে কোন পদে উন্নীত হন?
ক. নায়েক
খ. হাবিলদার
গ. ল্যান্সনায়েক
ঘ. লেফটেন্যান্ট
✔️ উত্তর: গ

১৮. বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় কত সালে?
ক. ১৯১৭
খ. ১৯১৬
গ. ১৯২০
ঘ. ১৯০৯
✔️ উত্তর: গ

১৯. পল্টন ভাঙার পর নজরুল কোথায় আসেন?
ক. ঢাকা
খ. ময়মনসিংহ
গ. কলকাতা
ঘ. বীরভূম
✔️ উত্তর: গ

২০. কখন নজরুলের কবিখ্যাতি ছড়িয়ে পড়ে?
ক. ‘বিদ্রোহী’ লেখা হলে
খ. ‘বিদ্রোহী’ প্রকাশিত হলে
গ. সম্পাদক হলে
ঘ. ‘অগ্নিবীণা’ লেখার পর
✔️ উত্তর: খ

২১. ‘নবযুগ’ কী?
ক. প্রবন্ধ গ্রন্থ
খ. উপন্যাস
গ. সম্পাদিত পত্রিকা
ঘ. অনূদিত নাটক
✔️ উত্তর: গ

২২. কোনটি নজরুল রচিত কাব্য?
ক. ব্যথার দান
খ. বিষের বাঁশি
গ. বাঁধনহারা
ঘ. রুদ্র মঙ্গল
✔️ উত্তর: খ

২৩. ‘সাম্যবাদী’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. উপন্যাস
খ. নাটক
গ. ভ্রমণকাহিনি
ঘ. কাব্যগ্রন্থ
✔️ উত্তর: ঘ

২৪. ‘পদ্মভূষণ’ উপাধি কে দেয়?
ক. ভারত সরকার
খ. বাংলাদেশ সরকার
গ. ব্রিটিশ সরকার
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
✔️ উত্তর: ক

২৫. নজরুল কত সালে ‘পদ্মভূষণ’ পান?
ক. ১৯৭০
খ. ১৯৬০
গ. ১৯২০
ঘ. ১৯৮০
✔️ উত্তর: খ. ১৯৬০

২৬. নজরুল কোন পুরস্কার ও সম্মান পেয়েছেন?
ক. স্বাধীনতা পদক
খ. নোবেল
গ. পুলিৎজার
ঘ. জগত্তারিণী স্বর্ণপদক
✔️ উত্তর: ক

২৭. জাতীয় কবির স্বীকৃতি কত সালে?
ক. ১৯৭২
খ. ১৯৬২
গ. ১৯২২
ঘ. ১৯৮৩
✔️ উত্তর: ক

২৮. নজরুল কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৬
খ. ১৯৬০
গ. ১৯২৬
ঘ. ১৯৮০
✔️ উত্তর: ক

২৯. ‘বিদ্রোহী’ কবিতার প্রথম চরণ কোনটি?
ক. বল উন্নত মম শির
খ. বিদ্রোহী রণক্লান্ত
গ. আমি দুর্বার
ঘ. বল বীর
✔️ উত্তর: ক

৩০. কবির শির দেখে কী নতশির?
ক. হিমালয় শিখর
খ. পৃথিবীর বৃক্ষ
গ. পৃথিবীর মানুষ
ঘ. অত্যাচারী শাসক
✔️ উত্তর: ক

৩১. ‘শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির’— এর অর্থ কী?
ক. তীব্র আত্মবিশ্বাস
খ. চরম দুঃসাহস
গ. প্রবল অহংকার
ঘ. বিপুল প্রত্যাশা
✔️ উত্তর: ক

৩২. কবি নিজেকে কোন নটরাজ বলেছেন?
ক. নিখিল পৃথ্বীর
খ. বিশ্ব বিধাতার
গ. শিখর হিমাদ্রির
ঘ. মহা প্রলয়ের
✔️ উত্তর: ঘ

৩৩. কবি নিজেকে পৃথিবীর কী বলেছেন?
ক. অভিশাপ
খ. আশীর্বাদ
গ. শান্তির দূত
ঘ. দীর্ঘশ্বাস
✔️ উত্তর: ক. অভিশাপ

See More  NCTB নবম-দশম শ্রেণির বই PDF ডাউনলোড || Class 9 Book PDF 2026

৩৪. সব ভেঙে চুরমার করেন কেন?
ক. নতুনের আবাহনে
খ. তিনি অশান্ত বলে
গ. ক্ষমতা প্রদর্শনে
ঘ. অভিশপ্ত হওয়ায়
✔️ উত্তর: ক

৩৫. বন্ধন ও নিয়ম কানুন কিভাবে অতিক্রম করেন?
ক. দলে যান
খ. ভেঙে যান
গ. পিষে যান
ঘ. মেনে নেন
✔️ উত্তর: খ

৩৬. কবি কী মানেন না?
ক. বাধাবিপত্তি
খ. শাসন বারণ
গ. ধর্মীয় রীতি
ঘ. কোনো আইন
✔️ উত্তর: খ

৩৭. কবি নিজেকে কেমন ঝড় বলেছেন?
ক. ভয়ংকর
খ. এলোকেশে
গ. বিধ্বংসী
ঘ. বিদ্রোহী
✔️ উত্তর: খ

৩৮. কবি নিজেকে কার বিদ্রোহী সুত বলেছেন?
ক. বিশ্ব বিধাতার
খ. ভারত মাতার
গ. জন্মভূমির
ঘ. স্বীয় ধর্মের
✔️ উত্তর: ক

৩৯. ইন্দ্রাণী সুত কে?
ক. দুর্বাসা
খ. ধূর্জটি
গ. জয়ন্ত
ঘ. শ্যাম
✔️ উত্তর: গ

৪০. ইন্দ্রাণী সুতের হাতে কী?
ক. চাঁদ
খ. সূর্য
গ. তারা
ঘ. গ্রহ
✔️ উত্তর: খ

৪১. এক হাতে বাঁশরী, অন্য হাতে কী?
ক. ইস্রাফিলের শিঙ্গা
খ. পরশুরামের কুঠার
গ. খড়গ কৃপাণ
ঘ. রণ তূর্য
✔️ উত্তর: ঘ

৪২.  ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’ -এই পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
ক. ভালোবাসা ও ঘৃণা
খ. প্রেম ও দ্রোহ
গ. নতুন ও পুরাতন
ঘ. ভালো ও মন্দ
✔️ উত্তর: খ

৪৩. কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?
ক. বংশ পরিচয়
খ. যাযাবর বলে
গ. যোদ্ধা মনে করায়
ঘ. পছন্দ করতেন বলে
✔️ উত্তর: খ

৪৪. কবিদের কুর্নিশ করেন না কেন?
ক. অহংকারী
খ. শক্তিশালী
গ. বিদ্রোহী
ঘ. আত্মমর্যাদাবোধ
✔️ উত্তর: ঘ

৪৫. কবির কোমল হৃদয়ের পরিচয় কোন চরণে?
ক. আমি ইন্দ্রাণী সুত…
খ. আমি অবমানিতের মরম বেদনা
গ. আমি পরশুরামের কঠোর কুঠার
ঘ. আমি সেই দিন হব শান্ত
✔️ উত্তর: খ

৪৬. কবি কাকে ছাড়া কুর্নিশ করেন না?
ক. ঈশ্বর
খ. মাতা পিতা
গ. মাতৃভূমি
ঘ. নিজেকে
✔️ উত্তর: ক

৪৭. কবি নিজেকে কার ভমরু ত্রিশূল বলেছেন?
ক. পিণাক পাণির
খ. ইস্রাফিলের
গ. ধর্মরাজের
ঘ. অফিয়াসের
✔️ উত্তর: ক

৪৮. কবি নিজেকে কার দণ্ড বলেছেন?
ক. পিণাক পাণির
খ. ইস্রাফিলের
গ. ধর্মরাজের
ঘ. অফিয়াসের
✔️ উত্তর: গ

৪৯. ‘বিদ্রোহী’ কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?
ক. দুর্বাসা
খ. অফিয়াস
গ. শিব
ঘ. ইস্রাফিল
✔️ উত্তর: গ

৫০. নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন?
ক. অফিয়াস
খ. চেঙ্গিস
গ. বিশ্বামিত্র
ঘ. বলরাম
✔️ উত্তর: খ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *