৬০+ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ প্রশ্নের উত্তর

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার mcq পড়ার আগে জানুন! শামসুর রাহমানের ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।

এটি মূলত দেশপ্রেম ও সংগ্রামী চেতনার কবিতা। কবি কৃষ্ণচূড়া ফুলকে শহিদদের রক্তের বুদ্বুদ এবং জাতির চেতনার রঙ হিসেবে তুলে ধরেছেন। বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহিদ সালাম ও বরকতকে প্রতীকরূপে ব্যবহার করে কবি দেখিয়েছেন যে তাদের আত্মত্যাগেই অনুপ্রেরণা পেয়েছিল ঊনসত্তরের মানুষ। এই কবিতা জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত জাগরণের শিল্পভাষ্য।

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ 

১. ‘বন্দী শিবির থেকে’ এবং ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কাব্যগ্রন্থের কবি কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. সৈয়দ আলী আহসান
গ. শামসুর রাহমান
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: গ. শামসুর রাহমান

২. শামসুর রাহমানের রচিত কাব্যগ্রন্থ হলো-
ক. ‘বিধ্বস্ত নীলিমা’ ও ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’
খ. ‘নিঝরের স্বপড়ব ভঙ্গ’ ও ‘রৌদ্র করোটিতে’
গ. ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ ও ‘রুপসী বাংলা’
ঘ. ‘বিধ্বস্ত নীলিমা’ ও ‘নির্ঝারের স্বপ্নভঙ্গ’
উত্তর: ঘ. ‘বিধ্বস্ত নীলিমা’ ও ‘নির্ঝারের স্বপ্নভঙ্গ’

৩. কবি শামসুর রাহমান পেশায় ছিলেন-
ক. শিক্ষক
খ. সাংবাদিক
গ. আইনজীবী
ঘ. রাজনীতিবিদ
উত্তর: ক. শিক্ষক

৪. ১৯৮৭ খ্রিষ্টাব্দে স্বৈরাচারী বিরোধী গণআন্দোলনে একাত্মতা প্রকাশ করে কবি কোন পত্রিকা থেকে পদত্যাগ করেন?
ক. দৈনিক ইত্তেফাক
খ. দৈনিক বাংলা
গ. দৈনিক আজাদ
ঘ. দৈনিক ইনকিলাব
উত্তর: ক. দৈনিক ইত্তেফাক

৫. একাধারে আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার অর্জন করেন নিচের কোন কবি?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. শামসুর রাহমান
উত্তর: ঘ. শামসুর রাহমান

৬. শামসুর রাহমান স্বাধীনতা পুরস্কার পান-
ক. ১৯৬৬ খ্রিষ্টাব্দে
খ. ১৯৭৭ খ্রিষ্টাব্দে
গ. ১৯৯১ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৯২ খ্রিষ্টাব্দে
উত্তর: গ. ১৯৯১ খ্রিষ্টাব্দে

See More  ১০০+ আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৭. শামসুর রাহমান একুশে পদক পান-
ক. ১৯৬৬ খ্রিষ্টাব্দে
খ. ১৯৭৭ খ্রিষ্টাব্দে
গ. ১৯৯১ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৯২ খ্রিষ্টাব্দে
উত্তর: খ. ১৯৭৭ খ্রিষ্টাব্দে

৮. কোন গ্রন্থটি শামসুর রাহমানের রচনা নয়?
ক. অক্টোপাস
খ. এলো সে অবেলায়
গ. বন্দী শিবির থেকে
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর: খ. এলো সে অবেলায়

৯. কোনটি শামসুর রাহমান রচিত উপন্যাস নয়?
ক. অদ্ভুত আঁধার এক
খ. অক্টোপাস
গ. বন্দী শিবির থেকে
ঘ. এলো সে অবেলায়
উত্তর: গ. বন্দী শিবির থেকে

১০. কোন কবিকে তাঁরই ইচ্ছানুসারে মায়ের সমাধির মধ্যে সমাহিত করা হয়?
ক. সৈয়দ আলী আহসান
খ. আহসান হাবীব
গ. শামসুর রাহমান
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তর: গ. শামসুর রাহমান

১১. কোনটি শামসুর রাহমানের মৃত্যু সন?
ক. ২০০৫ সালের ৭ই আগস্ট
খ. ২০০৭ সালের ২৭ই আগস্ট
গ. ২০০৬ সালের ১৭ই আগস্ট
ঘ. ২০০৯ সালের ৭ই আগস্ট
উত্তর: খ. ২০০৭ সালের ২৭ই আগস্ট

১২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবির স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে কী?
ক. কৃষ্ণচূড়া ফুল
খ. একুশে ফেব্রুয়ারি
গ. একুশের কৃষ্ণচূড়া
ঘ. শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ
উত্তর: ক. কৃষ্ণচূড়া ফুল

১৩. ‘একুশের কৃষ্ণচূড়া’ কথাটি আমাদের কী স্মরণ করিয়ে দেয়?
ক. একুশে এপ্রিলের কথা
খ. একুশে আগস্টের কথা
গ. একুশে ফেব্রুয়ারির কথা
ঘ. একুশে জানুয়ারির কথা
উত্তর: গ. একুশে ফেব্রুয়ারির কথা

১৪. কোন রং চোখে ভালো লাগে না?
ক. যে রং পাকা নয়
খ. যে রঙ গাঢ় নয়
গ. যে রং হালকা নয়
ঘ. যে রং সন্ত্রাস আনে
উত্তর: ঘ. যে রং সন্ত্রাস আনে

১৫. ‘এখন সে রঙে চেয়ে গেছে পথঘাট, সারাদেশ’’- এখানে কোন রঙের কথা বলা হয়েছে?
ক. কৃষ্ণচূড়ার রং
খ. সন্ত্রাসের রং
গ. ভালোবাসার রং
ঘ. বিপ্লবের রং
উত্তর: ক. কৃষ্ণচূড়ার রং

See More  ক্লাস ১০ এর সুভা গল্পের MCQ প্রশ্নের উত্তর ২০২৬

১৬. প্রাত্যহিকতায় আমাদের মনে সারাক্ষণ যে রং দোলা দেয় তা হলো-
ক. যে রং সন্ত্রাস আনে
খ. যে রং সুখ আনে
গ. যে রং শিল্পীমন তৈরি করে
ঘ. যে রং হতাশা আনে
উত্তর: ক. যে রং সন্ত্রাস আনে

১৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় উল্লেখকৃত কবি এবং কবির মতোই বহু লোক এখন কোথায় আছে?
ক. মিছিলে
খ. রাজপথে
গ. আন্দোলনে
ঘ. ঘাতকের আস্তানায়
উত্তর: ঘ. ঘাতকের আস্তানায়

১৮. “রাত্রিদিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা, আধমরা কেউ’’ -এর পরের চরণটি হলো-
ক. মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ
খ. কেউ বা ভীষণ জেদী, দারুণ বিপ্লবে ফেটে পড়া
গ. আবার সালাম নামে রাজপথে
ঘ. বরকত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে
উত্তর: ঘ. বরকত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে

১৯. …… কেউ মরা, আধমরা কেউ কেউ বা ভীষণ জেদী, দারুণ বিপ্লবে পেটে পড়া’’— চরণ দুটির সমর্থ হলো-
ক. আপামর জনতার ঐক্য
খ. মানুষের অসহায়তা
গ. আন্দোলন দমনের প্রচেষ্টা
ঘ. নাগরিক আন্দোলনের উদ্যোগ
উত্তর: গ. আন্দোলন দমনের প্রচেষ্টা

২০. “বরকত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে’’- এই চরণটির আগের চরণ হলো-
ক. সালামের চোখ আজ আলোকিত ঢাকা
খ. আমি আর আমার মতোই বহু লোক
গ. আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ
ঘ. সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা
উত্তর: গ. আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *