৪0+ হট নোংরা ধাঁধা উত্তর সহ জেনে নিন সমাধান কি 2026

আমরা অনেকেই বিভিন্ন ধরনের ধাঁধা দিয়ে খেলতে পছন্দ করে থাকি। এখানে কিছু হট নোংরা ধাঁধা উত্তর সহ দেওয়া হয়েছে , আপানারা চাইলে এসব ধাঁধা দিয়ে বন্ধুদের সাথে খেলতে পারেন বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে পারেন।

ধাঁধা আমাদের বাঙালির জীবনকে সহজ করেছে শুধু তাই নয়, প্রাচীন কাল থেকেই ধাঁধা এর প্রচলন হয়ে এসেছে। বিভিন্ন পুরাণে দেখা যায় সবসময় ধাঁধার প্রচলন ছিলো। চলুন তাহলে আজকের ধাঁধা শুরু করা যাক।

নোংরা ধাঁধা উত্তর সহ দেখুন 

১। অল্প দিলে ভাল লাগেনা, বেশি দিলে বিষ

শাশুড়ি বলে বৌকে আন্দাজ মত দিস ।

উত্তর: লবণ

২। ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে

কখনো বোজে, কখনো খুলে থাকে ঘরে ।

উত্তর: তালাচাবি

৩। বিয়ের সময় দাদা দেয় একবার

সারাজীবন বৌদি দেয় দেয় বারবার ।

উত্তর: সিঁদুর

৪। ঢোকেনা, তবুও ঢোকাও

কেন পরের মেয়ে কাদাও,

পারলে উত্তর দাও?

উত্তর: হাতের চুড়ি

৫। আইছি কাজে, কইনা লাজে,

আছে দুই লরা তার মাঝে ।

উত্তর: গাভির দুধ

৬। ঘসা দিলে মিটে আশা

নইলে পড়ে সব নিরাশা ।

উত্তর: ম্যাচ

৭। বুড়োদের ন’বার ছ’বার

ছোকরাদের একবার ।

উত্তর: সুই সুতা পরান

৮। ফুটোর মধ্যে দিয়ে ফাটা,

নড়েছরে পড়ে আঠা,

বল, কি বুঝেছিস বেটা?

উত্তর: দোয়াত, কলম কালি

৯। দুই ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া

আপন কাজ করিয়া, পড়ে দেয় ছাড়িয়া ।

উত্তর: যাতি দ্বারা সুপারি কাটা

১০। হাত আছে পা আছে মাথা তার কাটা

আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা ।

উত্তর: শার্ট

১১। পাচ বেটায় ধরে,

বত্রিশ বেটায় করে

এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে ।

উত্তর: ভাত খাওয়া

১২। এটার ভিতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া

বাইরের লোকে যত ঠেলে , মুখটি মোটে নাহি খোলে ।

See More  দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য ভাবসম্প্রসারণ বাংলা ২য় পত্র

উত্তর: গয়না পড়ে শীল পাটায় মসলা বাটা

১৩। চিৎ করে ফেলে উপর করে

এমন করা করে, গহ্না শুদ্ধ নড়ে ।

উত্তর: দরজার খিল

১৪। দৌড়িয়ে গিয়ে জরিয়ে ধরে করছে টানাটানি

মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি ।

উত্তর: খেজুর গাছ থেকে রস পড়া

১৫। জামাই এল কাজে

বলতে পারিনা লাজে,

আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙয়ের মাঝে ।

উত্তর: গাই দোহান

১৬। শুইতে গেলে দিতে হয়

না দিলে ক্ষতি হয় ।

উত্তর: দরজার খিল

১৭। গলা জরিয়ে আসে রসিক যুবতী

কোমরে বসায়ে সমতনে বসতি ।

উত্তর: কলসি

১৮। বেটির নাম পার্বতী

নাচতে নাচতে গর্ভবতী ।

উত্তর: নাটাই সুতা

১৯। মুখেতে খেলে চুমু হাসে খল খল

পেটের মাঝে শুধু জল করে ছল ছল ।

উত্তর: হুক্কা

এই ছিলো আজকের হট ধাঁধা উত্তর সহ আশাকরছি আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *