এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অপরিচিতা গল্প mcq খুবই গুরুত্বপূর্ণ। অপরিচিতা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কালজয়ী ছোটগল্প, যা প্রথম ১৯১৪ সালে ‘সবুজ পত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। এটি মূলত যৌতুক প্রথা এবং নারী-পুরুষের সম্পর্কের জটিলতা নিয়ে লেখা।
গল্পের প্রধান চরিত্র অনুপম, যে মামার অভিভাবকত্বে থাকা এক দুর্বলচিত্ত পুরুষ। তার বিয়ে ঠিক হয় দূর সম্পর্কের আত্মীয়া কল্যাণীর সাথে। কিন্তু বিয়ের আসরে যৌতুকের সামান্য গহনা নিয়ে মামার বাড়াবাড়ির কারণে বিয়ে ভেঙে যায়। অনুপম কল্যাণীকে প্রথম দেখে মুগ্ধ হলেও মামার ভয়ে প্রতিবাদ করতে পারেনি।
অপরিচিতা গল্প mcq উত্তর
১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১
খ. ১৮৬২
গ. ১৮৬৩
ঘ. ১৮৬৪
উত্তরঃ ক. ১৮৬১
২. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?
ক. প্রমথ চৌধুরী
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ গ. রবীন্দ্রনাথ ঠাকুর
৪. ‘গল্পগুচ্ছে’ কতটি গল্প সংকলিত হয়েছে?
ক. ৯১
খ. ৯২
গ. ৯৪
ঘ. ৯৫
উত্তরঃ গ. ৯৪
৫. রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন?
ক. সাহিত্য সাধনার জন্য
খ. জমিদারি দেখাশোনার জন্য
গ. প্রকৃতির কাছে থাকার জন্য
ঘ. মানুষের কাছাকাছি থাকার জন্য
উত্তরঃ খ. জমিদারি দেখাশোনার জন্য
৬. কোথায় বসবাসের কাল রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ?
ক. শান্তিনিকেতন
খ. জোড়াসাঁকো
গ. শাহজাদপুর
ঘ. শিলাইদহ
উত্তরঃ ঘ. শিলাইদহ
৮. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ শতকে যেসব ছোটগল্প লিখেছেন সেখানে কী প্রাধান্য পেয়েছে?
ক. প্রকৃতি
খ. ভাবকল্পনা
গ. বিরহ
ঘ. বাস্তবতা
উত্তরঃ ঘ. বাস্তবতা
৯. ‘শেষের কবিতা’ কী?
ক. কবিতা
খ. ছোটগল্প
গ. নাটক
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ. উপন্যাস
১০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৪০
খ. ১৯৪১
গ. ১৯৪৩
ঘ. ১৯৪৫
উত্তরঃ খ. ১৯৪১
১১. অনুপম কার হাতে মানুষ?
ক. মা’র
খ. বাবার
গ. মামার
ঘ. ধাত্রীর
উত্তরঃ ক. মা’র
১২. অনুপমের মা কেমন ঘরের মেয়ে?
ক. বামুনের
খ. গরিবের
গ. কায়েতের
ঘ. ধনীর
উত্তরঃ খ. গরিবের
১৩. কাকে দেখলে অনড়বপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে?
ক. কার্তিক
খ. অনুপমকে
গ. হরিশ
ঘ. মামা
উত্তরঃ খ. অনুপমকে
১৪. অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
উত্তরঃ ঘ. ছয়
১৫. কন্যার পিতামাত্রেই কী স্বীকার করবেন?
ক. গল্পকথক খুবই সুদর্শন
খ. গল্পকথক খুবই বিনয়ী
গ. গল্পকথক একজন সুনাগরিক
ঘ. গল্পকথক একজন সৎপাত্র
উত্তরঃ ঘ. গল্পকথক একজন সৎপাত্র
১৬. অনুপম নিতান্তই ভালো মানুষ কেন?
ক. ধূমপানের অভ্যাস না থাকায়
খ. ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে
গ. মন্দলোকদের সাথে না মেশায়
ঘ. ভালো বংশে জন্মগ্রহণ করায়
উত্তরঃ ক. ধূমপানের অভ্যাস না থাকায়
১৭. কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল?
ক. খান্দানি ঘর
খ. বনেদি ঘর
গ. অনেক বড় ঘর
ঘ. অনেক ছোট ঘর
উত্তরঃ গ. অনেক বড় ঘর
১৮. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল?
ক. অনুপমের
খ. মা’র
গ. মামার
ঘ. কল্যাণীর
উত্তরঃ গ. মামার
১৯. অনুপমের বন্ধুর নাম কী?
ক. হিরণ
খ. হরিশ
গ. নরেশ
ঘ. পরেশ
উত্তরঃ খ. হরিশ
২০. হরিশ কোথায় কাজ করে?
ক. মালদহে
খ. বীরভূমে
গ. কানপুরে
ঘ. ভুজপুরে
উত্তরঃ গ. কানপুরে
২১. হরিশ ছুটিতে কোথায় এসেছিল?
ক. মালদহে
খ. কানপুরে
গ. আসানসোলে
ঘ. কলিকাতায়
উত্তরঃ ঘ. কলিকাতায়
২২. অনুপমের ‘মন উতলা’ বলতে কী বুঝানো হয়েছে?
ক. উদ্বেগ
খ. উৎকণ্ঠা
গ. শঙ্কা
ঘ. আকুলতা
উত্তরঃ ঘ. আকুলতা
২৩. ‘অপরিচিতা’ গল্পে অনুপম ‘এই অবকাশ’ বলতে কোন সময়ে বোঝানো হয়েছে?
ক. এম. এ. পাসের পরের সময়
খ. কলেজের ছুটির সময়
গ. বিয়ের সিদ্ধান্ত হওয়ার পরের সময়
ঘ. বিয়ের আয়োজনের পূর্বের সময়
উত্তরঃ ক. এম. এ. পাসের পরের সময়
২৪. কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?
ক. গ্রীষ্মের
খ. বর্ষার
গ. শীতের
ঘ. বসন্তের
উত্তরঃ ঘ. বসন্তের
২৫. হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল?
ক. ঘটকালিতে
খ. তাস পেটাতে
গ. আসর জমাতে
ঘ. গুল মারতে
উত্তরঃ গ. আসর জমাতে
২৬. কার মন ছিল তৃষার্ত?
ক. হরিশের
খ. অনুপমের
গ. মামার
ঘ. মা’র
উত্তরঃ খ. অনুপমের
২৭. মামা কাকে পেলে ছাড়তে চান না?
ক. অনুপমকে
খ. হরিশকে
গ. কল্যাণীকে
ঘ. কল্যাণীর বাবাকে
উত্তরঃ খ. হরিশকে
২৮. কথাটা কার বৈঠকে উঠল?
ক. বাবার
খ. মা’র
গ. হরিশের
ঘ. মামার
উত্তরঃ ঘ. মামার
২৯. মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপ ……?
ক. গুরুতর
খ. গুরুত্বপূর্ণ
গ. জরুরি
ঘ. সাংঘাতিক
উত্তরঃ খ. গুরুত্বপূর্ণ
৩১. পশ্চিমে মেয়ের বাবা কী অবস্থায় থাকেন?
ক. রাজার হালে
খ. জমিদারের মতো
গ. প্রজার মতো
ঘ. গরিব গৃহস্থের মতো
উত্তরঃ ঘ. গরিব গৃহস্থের মতো
৩২. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত কার পেছনে মেয়ের বাপের লক্ষীর ঘটটি উপুড় করে দিতে দ্বিধা হবে না?
ক. জামাইয়ের
খ. মেয়ের
গ. অনুপমের
ঘ. মেয়ের শাশুড়ির
উত্তরঃ খ. মেয়ের
৩৩. বরের হাট মহার্ঘ কেন?
ক. যোগ্য বরের অভাবে
খ. যৌতুকের কারণে
গ. স্থান-কাল-পাত্রের বাছবিচারে
ঘ. মেয়ের বয়সের কারণে
উত্তরঃ ক. যোগ্য বরের অভাবে
৩৪. অনুপমের মামার মন নরম হলো কেন?
ক. মেয়ের রূপ সৌন্দর্যে
খ. মেয়ের বংশের কৌলিন্যে
গ. মেয়ের বাবার আতিথেয়তায়
ঘ. মেয়ের বাবার অর্থের লোভে
উত্তরঃ গ. মেয়ের বাবার আতিথেয়তায়
৩৬. কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন?
ক. আন্দামান দ্বীপ
খ. লঙ্কা দ্বীপ
গ. সুবর্ণদ্বীপ
ঘ. নিঝুম দ্বীপ
উত্তরঃ ক. আন্দামান দ্বীপ
৩৭. ‘অপরিচিতা’ গল্পের কথকের মনের মধ্যে কী ইচ্ছা ছিল?
ক. কানপুরে যাওয়ার
খ. কোনড়বগর ঘুরে আসার
গ. যৌতুক ছাড়াই বিয়ে করার
ঘ. লুকিয়ে বিয়ে করার
উত্তরঃ গ. যৌতুক ছাড়াই বিয়ে করার
৩৮. অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন?
ক. বিষয়টি আপত্তিকর বলে
খ. কুলীন বংশে এটি চলে না
গ. মামার এতে ঘোরতর আপত্তি ছিল
ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়
উত্তরঃ ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়
৩৯. বিনুদাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কী বললেন?
ক. মেয়ে চমৎকার সুন্দরী
খ. মেয়েটা খুবই মিষ্টি
গ. খাঁটি সোনা বটে
ঘ. হীরের টুকরো একটা
উত্তরঃ গ. খাঁটি সোনা বটে
৪০. বিনুদার ভাষাটা কেমন?
ক. বড় নীরস
খ. অত্যন্ত আঁট
গ. নিতান্ত সাদামাটা
ঘ. চলনসই
উত্তরঃ খ. অত্যন্ত আঁট
৪১. বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হলো?
ক. কলকাতায়
খ. কানপুরে
গ. বোলপুরে
ঘ. শিয়ালদহে
উত্তরঃ ক. কলকাতায়
৪২. ‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতার নাম কী?
ক. বিশ্বনাথ ঘোষ
খ. শম্ভুনাথ সেন
গ. আদ্যিনাথ বৈদ্য
ঘ. বিশ্বম্ভর দাস
উত্তরঃ খ. শম্ভুনাথ সেন
৪৩. বিয়ের কত দিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন?
ক. এক দিন
খ. দুই দিন
গ. তিন দিন
ঘ. চার দিন
উত্তরঃ ক. এক দিন
৪৪. ‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতার বয়স কত?
ক. চল্লিশের কিছু এপারে বা ওপারে
খ. পয়তাল্লিশের কিছু এপারে বা ওপারে
গ. পঞ্চাশের কিছু এপারে বা ওপারে
ঘ. পঞ্চানড়বর কিছু এপারে বা ওপারে
উত্তরঃ ক. চল্লিশের কিছু এপারে বা ওপারে
৪৫. পাত্র দেখে কন্যার বাপ খুশি কিনা তা বোঝা শক্ত ছিল। কারণ-
ক. তিনি ছিলেন খুবই অন্যমনস্ক
খ. তিনি ছিলেন খুবই চুপচাপ
গ. তিনি ছিলেন খুবই চাপা স্বভাবের
ঘ. তিনি ছিলেন খুবই গম্ভীর
উত্তরঃ খ. তিনি ছিলেন খুবই চুপচাপ
৪৬. কী কারণে মামার মুখ অনর্গল ছুটিতেছিল?
ক. অভ্যাসবশে
খ. মুদ্রাদোষে
গ. ধন-মানের বাগাড়ম্বরে
ঘ. যৌতুকের লোভে
উত্তরঃ গ. ধন-মানের বাগাড়ম্বরে
৪৭. শম্ভুনাথ বাবু কোন প্রসঙ্গের আলোচনায় একেবারেই যোগ দিলেন না?
ক. যৌতুকের
খ. কৌলিন্যের
গ. ভাল-মন্দের
ঘ. ধন-মানের
উত্তরঃ ক. যৌতুকের
৪৮. “শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাঁকে বিদায় করিলেন।” -এই ঘটনার মাধ্যমে নিচের কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. মামার বড়লোকি
খ. পাত্রপক্ষের আভিজাত্য
গ. পাত্রপক্ষের প্রতি অবজ্ঞা
ঘ. সৌজন্যতাবোধের অভাব
উত্তরঃ ঘ. সৌজন্যতাবোধের অভাব
৪৯. ‘অপরিচিতা’ গল্পে ‘পণ’ বলতে কী বোঝানো হয়েছিল?
ক. অঙ্গীকার
খ. সংকল্প
গ. শর্ত
ঘ. প্রতিজ্ঞা (নোট: যদিও এখানে পণ বলতে যৌতুককেই বোঝানো হয়েছে, কিন্তু শাব্দিক অর্থে এটি এক প্রকার শর্ত/প্রতিজ্ঞা)
উত্তরঃ ঘ. প্রতিজ্ঞা
৫০. পণ সম্বন্ধে দুই পক্ষে কেমন কথা ঠিক হয়েছিল?
ক. পাকাপাকি
খ. বাঁধাধরা
গ. কড়াকড়ি
ঘ. মোটামুটি
উত্তরঃ ঘ. মোটামুটি

